আরবী তারিখঃ এখন ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, সময় রাত ১:২৯ মিনিট
এলানঃ-
>>> ১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ ইং তে সালেকীনদের জন্য সুন্নতী ইজতেমা সমূহ <<<
* মাহে যিলক্বদের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার ফজর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত। (আসন্ন)
* মাহে রবিউল আউয়ালের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ফজর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত। (আসন্ন)
* মাহে রজবের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার ফজর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত। (আসন্ন)
.....................................................................
>> ১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ ইং তে মজলিসে আইম্মাহ সমূহ (ইমাম-মুআজ্জিনদের জন্য) <<<
* মাহে শাউয়ালের শেষ শনিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত। (হয়ে গেছে)
* মাহে মুহাররমের শেষ শনিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত। (আসন্ন)
* মাহে রবিউস সানীর শেষ শনিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত। (আসন্ন)
* মাহে রজবের শেষ সপ্তাহে বিষয় ভিত্তিক সেমিনার। (আসন্ন)
*** প্রতি আরবী মাসের শেষ বৃহস্পতিবার মাদরাসার সকলের জন্য মাসিক সুন্নতী ইজতেমা।
*** প্রতি বছর ২০ শাবান থেকে ৩০ রমাযানুল মুবারক পর্যন্ত ৪০ দিন, রমাযানুল মুবারক এর প্রথম ১৫ দিন, রমাযানুল মুবারক এর শেষ দশক হযরাতে সালেকীনদের জন্য এতেকাফ।

হালাল রিজিক তিন প্রকার, -মুফতি শামসুদ্দিন জিয়া দা. বা.

হালাল রিজিক তিন প্রকার অথবা আল্লাহ তায়াল তিন প্রকার হালাল উপার্জনের পথ রেখেছেন, ১. চাকরি। ২. চাষাবাদ। ৩. ব্যবসা। আল্লাহ তায়ালা এই তিনপ্রকার উপার্জনের মধ্যে বরকতকে বণ্টন করেছেন এভাবে। চাকরিতে ১%, চাষাবাদে ৯%, ব্যবসায় ৯০%, মোট ১০০%

তার কারণ হল,

১.চাকরিজীবী, চাকরিজীবীদের কোন ধরনের খরচ সামনে আসলে তারা বলে, আর কয়েকদিন অপেক্ষা কর, সামনে মাস শেষ, বেতন পেলে করবো। এখানে চাকরিজীবিদের তাওয়াক্কালতু আলাল্লাহ নেই, তাওয়াক্কালতু আলাল তালাছুন তারিখ।

২.চাষাবাদ, চাষীরা যখন খ্যাত-খামার শুরু করে তখন আল্লাহর উপর ভরসা করে, আর যখন ধান রাখার পাত্রে এক বছরের জন্য ধান রেখে বাকিটা বিক্রি করে, তখন বেশিরভাগ চাষিরা এ কথা বলে যে, হয়েছে, এক বছর মোটামুটি টেনশন মুক্ত থাকা যাবে, তাওয়াক্কালতু আলাল্লাহ শুরুতে থাকলেও পরবর্তী তাওয়াক্কালতু আলাল আরজ হয়ে যায়।

৩. ব্যবসায়ী, বেশিরভাগ হালাল ব্যবসায়ীরা প্রতিটি মুহূর্ত আল্লাহর উপর ভরসা করে এবং প্রতিটি মুহূর্ত সে আল্লাহকে সরণ করে, ব্যবসা কম হলে বলে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, বেশি হলেও বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।

Loading