আরবী তারিখঃ এখন ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, সময় দুপুর ২:৩২ মিনিট
এলানঃ-
১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ ইং এর মাসিক সুন্নতী ইজতেমা সমূহ
* ২৫ এপ্রিল ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ মে ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ জুন ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৫-২৬ জুলাই ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৯ আগষ্ট ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৬-২৭ সেপ্টেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৪ অক্টোবর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৮-২৯ নভেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৬ ডিসেম্বর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ জানুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ ফেব্রুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* মার্চ ২৫ ইং এজতেমা সালেকীনদের জন্য

পিতা-মাতার ১৪টি হক সমূহ

জীবিত অবস্থায় ৭টি হক
১. عظمت অর্থাৎ অন্তরঅন্তর থেকে পিতা-মাতাকে সম্মান ও শ্রদ্ধা করা।
২. محبت অর্থাৎ মনে প্রাণে পিতা-মাতাকে মুহাব্বত করা।
৩. اطاعت অর্থাৎ পিতা-মাতার হুকুমগুলো মান্য করা।
৪. خدمت অর্থাৎ পিতা-মাতার সেবা ও খিদমত করা।
৫. رفع حاجت অর্থাৎ পিতা-মাতার প্রয়োজন সমূহ পূর্ণ করা।
৬. فکر راحت অর্থাৎ পিতা-মাতাকে শান্তি পৌছানোর ফিকির করা।
৭. گاہ گاہ انکی ملاقات و زیارت অর্থাৎ দূরে থাকলে মাঝে মধ্যে পিতা-মাতার সাথে সাক্ষাত করা।

মৃত্যুর পর ৭টি হক
১. دعائے مغفرت অর্থাৎ পিতা-মাতার জন্য মাগফিরাত ও রহমতের দু’আ করা।
২. ایصال ثواب طاعت অর্থাৎ নফল ইবাদতের মাধ্যমে পিতা-মাতাকে সাওয়াব পৌঁছানো।
৩. اکرام احباب واہل قرابت অর্থাৎ পিতা-মাতার আপনজন ও প্রিয়জনের সম্মান করা।
৪. اعانت احباب واہل قرابت অর্থাৎ পিতা-মাতার আপনজন ও প্রিয়জনের সহযোগিতা করা।
৫. اداء دین و امانت অর্থাৎ আল্লাহর নিকট ও বান্দার নিকট তাদের কোন ঋণ থাকলে তা পরিশোধ করা।
৬. تنفذ جائز وصتا অর্থাৎ পিতা-মাতার বৈধ ওসিয়াত ও উপদেশ বাস্তবায়ন করা।
৭. گاہ گاہ انکی قبر کی زیارت অর্থাৎ মাঝে মধ্যে পিতা-মাতার কবর যিয়ারত করা। দেখুনঃ উসওয়ায়ে রসুলে আকরাম সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামঃ ৪২৭-৪৩১

Loading