Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ১ রমজান ১৪৪৪ হিজরি, ২৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ এর সংক্ষিপ্ত পরিচিতি

باسمہ تعالیٰ

المدرسة الرحمانیة امداد العلوم سراجغنج، بنغلادیش

রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ

সংক্ষিপ্ত পরিচিতি

نحمده و نصلي علي رسوله الكريم اما بعد

মাদরাসার নামকরন ও কার্যক্রম শুরু করতে নির্দেশনা প্রদান

মুহিউস সুন্নাহ সায়্যিদ শাহ আবরারুল হক হরদুঈ রহঃ এর বিশিষ্ট খলিফা, মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বাংলাদেশ বসুন্ধরা ঢাকা এর সিনিয়র মুফতি ও মুহাদ্দিস হযরতওয়ালা শাহ মুফতি সুহাইল দাঃ বাঃ গত ১২ ফেব্রুয়ারি ২০১৮ ইং মোতাবেক ২৬ জুমাদাল উলা ১৪৩৯ হিঃ রোজ সোমবার আল্লাহর উপর তাওআক্কুল করে নতুন এই মাদরাসার নামকরন করেন ও নিজে ১ হাজার টাকা মাদরাসার জন্য দিয়ে মাদরাসার কার্যক্রম শুরু করার নির্দেশ প্রদান করেন৷ হযরতের ১ হাজার টাকার সাথে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইসমাইল সিরাজী দা. বা. আরো ৫ শত টাকা দিয়ে মোট ১৫ শত টাকা দিয়ে মাদরাসার সাধারণ ফান্ড গঠন করেন।

যেভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়

সিরাজগঞ্জ শহরের বড়পুল সংলগ্ন এস এস রোডে অস্থায়ীভাবে অবস্থিত রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ জাতীয় পর্যায়ের একটি ইসলামী শিক্ষা ও উন্নত সমাজ সেবায় খাঁটি দ্বীনি প্রতিষ্ঠান৷ ৪ জিলক্বদ ১৪৩৯ হিজরী মুতাবিক ১৮ জুলাই ২০১৮ ইং রোজ বুধবার মাদরাসার সূচনা৷ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরামের পরামার্শে ও বিশিষ্ট আলেমেদ্বীন মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হারদুঈ রহঃ এর বিশিষ্ট খলিফা, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা ঢাকার স্বনামধন্য মুফতি ও মুহাদ্দিস, মুরশিদুস সুন্নাহ, হযরতওয়ালা শাহ মুফতি সুহাইল দা. বা. এর পৃষ্ঠপোষকতা এবং হযরত মাওলানা ইসমাইল সিরাজী দাঃ বাঃ এর ব্যবস্থাপনায় অত্র দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়৷ ১৫  রবিউস সানি ১৪৪১ হিজরী মুতাবিক ১৩ ডিসেম্বর ২০১৯ ইং রোজ শুক্রবার আল্লাহ তাআলার ফজল ও করমে, মুরশিদুস সুন্নাহ হযতওয়ালা শাহ মুফতি সুহাইল দাঃ বাঃ এর দুুআর মাধ্যমে স্থায়ী ভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়৷

মাদরাসার উপদেষ্টা

মুহিউস সুন্নাহ সায়্যিদ শাহ আবরারুল হক হরদুঈ রহঃ এর বিশিষ্ট খলিফা, হযরতওয়ালা শাহ ফকিহুল মিল্লাত রহঃ এর হাতেগড়া শাগরিদ মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বাংলাদেশ বসুন্ধরা ঢাকা এর সিনিয়র মুফতি ও মুহাদ্দিস হযরতওয়ালা শাহ মুফতি সুহাইল দাঃ বাঃ মাদ্রাসার সারপুরুস্ত ও পৃষ্ঠপোষক, হযরতওয়ালা দা. বা. এর দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ৷

মাদরাসার বর্তমান অবস্থান

সিরাজগঞ্জ শহরের বড়পুল সংলগ্ন এস এস রোডের অস্থায়ী কার্যালয়ে অবস্থিত৷

প্রতিষ্ঠাতা পরিচালক

হযরত মাওলানা ইসমাইল সিরাজী দা. বা.

হযরত মাওলানা ইসমাইল সিরাজী দা. বা. এর জীবন ও আদর্শ