আরবী তারিখঃ এখন ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ সোমবার, সময় সকাল ৭:৩০ মিনিট
এলানঃ-
১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ ইং এর মাসিক সুন্নতী ইজতেমা সমূহ
* ৩০-৩১ মে ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ জুন ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৫-২৬ জুলাই ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৯ আগষ্ট ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৬-২৭ সেপ্টেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৪ অক্টোবর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৮-২৯ নভেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৬ ডিসেম্বর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ জানুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ ফেব্রুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* মার্চ ২৫ ইং এজতেমা সালেকীনদের জন্য

সালাম সংক্রান্ত সুন্নত ও আদব সমূহ

সালাম দেয়ার সুন্নত ও আদব সমূহ

১. সাক্ষাতের পর কথাবার্তা বলার পূর্বে সালাম প্রদান করা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/৯৯
২. ছোট বড়কে সালাম দেয়া, বড় ছোটকে সালাম দেয়া। দেখুনঃ বুখারী শরীফঃ ২/৯২১
৩. চলাচলকারী বসে থাকা ব্যক্তিকে সালাম প্রদান করা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/৯৯
৪. اَلسَّلَامُ عَلَیْکٔمْ স্পষ্ট করে বলা। দেখুনঃ সালাম ও মুসাফাহা কে আদাবঃ ৯
৫. চলাচলকারী ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সালাম প্রদান করা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/১০০
৬. আরোহনকারী ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম প্রদান করা। দেখুনঃ মুসলিম শরীফঃ ২/২১২
৭. বিদায়ের সময় সালাম প্রদান করা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/১০০
৮. বৈঠকে সালাম দিয়ে প্রবেশ করা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/১০০
৯. কারো ঘর-বাড়িতে গেলে প্রথমে সালাম দেয়া। দেখুনঃ রদ্দুল মুহতারঃ ৬/৪১৩
১০. পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেয়া। দেখুনঃ বুখারী শরীফঃ ২/৯২১
১১. ছোট জামাআত বড় জামাআতকে সালাম দেয়া। দেখুনঃ মুসলিম শরীফঃ ২/২১২
১২. মুসলমানের সাথে যদি অমুসলিমও থাকে তাহলে اَلسَّلَامُ عَلٰي مَنِ اتَّبَعَ الْهُدٰي বলা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/১০১
১৩. মসজিদ বা খালি ঘরে প্রবেশ করলে اَلسَّلَامُ عَلَيْنَا وَ عَلٰي عِبَادِ اللّٰهِ الصَّالِحِيْنَ বলা। দেখুনঃ রদ্দুল মুহতারঃ ৬/৪১৬
১৪. ঘরওয়ালাদের ঘরে প্রবেশ করার সময় এবং ঘর থেকে বের হওয়ার সময় সালাম প্রদান করা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/৯৯
১৫. অনুপস্থিত দোস্ত-আহবারদের সালাম পৌঁছানো। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/৯৯
১৬. চিঠিতে প্রথম সালাম লেখা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/১০১
১৭. সালামের সুন্নত শুধু اَلسَّلَامُ عَلَيْكُمْ বলার দ্বারাই আদায় হয়, তবুও وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهٗ বর্ধিত করে পড়া অত্যন্ত সওয়াবের কারণ।
দেখুনঃ সালাম ও মুসাফাহা কে আদাবঃ ৯
১৮. কোন অনুপস্থিত ব্যক্তিকে সালাম প্রেরণ করতে ‘অমুককে আমার সালাম বলবেন’ বললেই সালামের সুন্নত আদায় হয়ে যাবে, পূর্ণ সালাম বলার প্রয়োজন নেই। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/৯৯
১৯. ভরপুর বৈঠকে আগন্তুক ব্যক্তি একবার সালাম দিলেই যথেষ্ট। বৈঠকের মধ্য থেকে যে কোন একজন উত্তর নিলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। দেখুনঃ আদাবুল মুআশারাতঃ ৫৭-৫৮

কখন সালাম দেয়া জায়েয নয়!?

১. যখন কোন ব্যক্তি অন্য ব্যক্তির সাথে দ্বীনি কোন আলোচনা করছেন। দেখুনঃ রদ্দুল মুহতারঃ ১/৬১৬
২. দ্বীনি আলোচনা চলাকালিন সালাম দেয়া নাজায়েজ, বরং সালাম ছাড়া বৈঠকে বসে যাওয়া উত্তম। দেখুনঃ রদ্দুল মুহতারঃ ১/৬১৬
৩. তিলাওয়াতে রত ব্যক্তিকে সালাম দেয়া জায়েজ নয়। দেখুনঃ রদ্দুল মুহতারঃ ১/৬১৬
৪. যিকর রত ব্যক্তিকে সালাম প্রদান জায়েজ নেই। দেখুনঃ রদ্দুল মুহতারঃ ১/৬১৬
৫. যখন কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ কোন কাজে লিপ্ত আছে, এবং আশঙ্কা করা হচ্ছে সালাম দিলে তার ওই কাজের ক্ষতি হবে, এমতাবস্থায় উক্ত ব্যক্তিকে সালাম না করা উত্তম। দেখুনঃ সালাম ও মুসাফাহা কে আদাবঃ ১২ পৃ
নোটঃ ফাতাওয়া শামী এর মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাদের সালাম দেয়া জায়েজ নেই, বিস্তারিত দেখতে হলে ফাতাওয়া শামী ১/৬১৬ এ দেখে নেয়ার জন্য অনুরোধ করা হলো।

সালামের জওয়াব দেয়ার সুন্নত ও আদব সমূহ

১. সালাম দাতার জওয়াবে وَ عَلَيْكُمُ اَلسَّلَامُ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهٗ বলা। দেখুনঃ আল আযকারঃ ২২১
২. অমুসলিম যদি মুসলমানকে সালাম দেয় তাহলে তার উত্তরে وَ عَلَيْكُمْ বলা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/৯৯, মুসলিম শরীফঃ ২১৬৩
৩. কারো সালাম প্রেরিত হলে জওয়াবে وَ عَلَیْكَ وَ عَلَیْهِمُ السَّلَامُ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهٗ বা وَ عَلَیْهِمْ وَ عَلَیْكُمُ السَّلَامُ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهٗ বলা।
দেখুনঃ আল আযকারঃ ২২১
৪. চিঠি সালামের উত্তরে وَ عَلَیْكُمُ السَّلَامُ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهٗ লেখা বা বলে দেয়া। দেখুনঃ সালাম ও মুসাফাহা কে আদাবঃ ২১ পৃ
৫. সালামের উত্তর সালাম প্রদানকারী ব্যক্তিকে শুনিয়ে দেয়া সুন্নত। দেখুনঃ সালাম ও মুসাফাহা কে আদাবঃ ২১ পৃ

Loading