আরবী তারিখঃ এখন ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, সময় বিকাল ৩:৪৭ মিনিট
এলানঃ-
১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ ইং এর মাসিক সুন্নতী ইজতেমা সমূহ
* ২৫ এপ্রিল ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ মে ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ জুন ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৫-২৬ জুলাই ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৯ আগষ্ট ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৬-২৭ সেপ্টেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৪ অক্টোবর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৮-২৯ নভেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৬ ডিসেম্বর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ জানুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ ফেব্রুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* মার্চ ২৫ ইং এজতেমা সালেকীনদের জন্য

মুসাফাহা ও মুআনাকার আদব ও সুন্নত সমূহ

মুসাফাহার সুন্নত সমূহ

১. সাক্ষাতের সময় মুসাফাহা করা সুন্নত। দেখুনঃ বুখারী শরীফঃ ২/৯২৬
২. উভয় হাত দ্বারা মুসাফাহা করা ও يَغْفِرُ اللهُ لَنَا وَ لَكُمْ দুআটি পড়া। দেখুনঃ বুখারী শরীফঃ ৫৮২৯, জামিউস সগীরঃ ৪৮৪
৩. মুসাফাহা করার সময় নিজের হাত নিজের থেকে টেনে না নেয়া অর্থাৎ তাড়াহুড়া না করে। দেখুনঃ তিরমিজি শরিফঃ
৪. মুসাফাহা করার সময় যার সাথে মুসাফাহা করা হচ্ছে তার আরামের দিকটি খেয়াল করা। দেখুনঃ তিরমিজি শরিফঃ
৫. যার সাথে মুসাফাহা করা হবে যদি মুসাফাহা করার মাধ্যমে তার কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা কাজে ব্যস্ত থাকে, তবে তার ব্যস্ততা সত্ত্বেও তাকে মুসাফাহা করাতে বাধ্য করা বেআদবি। এজন্য অবস্থা দেখে মুসাফাহা করা অন্যথায় সওয়াবের বদলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। দেখুনঃ সালাম ও মুসাফাহা কে আদাব
৬. পুরুষদের মতো নারীদেরকেও অন্য নারীদের সাথে মুসাফাহা করা সুন্নত। দেখুনঃ গুলজারে সুন্নতঃ ১৭
৭. বৈঠকে গিয়ে বৈঠকের সকলের সাথে আলাদা আলাদা মুসাফাহা করার প্রয়োজন নেই। যার সাথে মুসাফাহা করা হবে তার আরামের বিষয়টি খেয়াল রাখা চাই। দেখুনঃ আদাবুল মুআশারাতঃ ৫৭-৫৮

মুআনাকার সুন্নত সমূহ

১. কোন ব্যক্তি দূর থেকে আসলে তার সাথে ভালোবাসা প্রকাশের জন্য মুআনাকা করা সুন্নত। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/১০২
২. ডান দিক থেকে একবার মুআনাকা করা সুন্নত। দেখুনঃ ফাতাওয়া মাহমুদিয়া
৩. মুআনাকা বা গর্দানের সাথে গর্দান লাগানো সুন্নত। অর্থাৎ পুরো শরীর আলাদা রেখে শুধুমাত্র গর্দানের সাথে গর্দান মিলানো।
দেখুনঃ আহসানুল ফাতাওয়াঃ ৮/৪০৭
৪. মুআনাকার নামে পুরা শরীর দিয়ে আরেকজনের পুরা শরীরের সাথে আলিঙ্গন করা সর্বসম্মতিক্রমে বেদআত ও গুনাহ।
দেখুনঃ আহসানুল ফাতাওয়াঃ ৮/৪১২

Loading