হিফযুুুল কুরআন বিভাগ
পবিত্র কুরআনে কারিমের সহী-শুদ্ধ তিলাওয়াত চর্চার নিমিত্ত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাফিজে কুরআন দ্বারা বিভাগটি চালু করা হয়৷ পাশাপাশি জীবন পরিচালনায় গুরুত্বপূর্ণ মাসাআলা-মাসাইল, সার্বিক জীবনে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল সুন্নত সমূহ বাস্তবায়ন এবং বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হিসেবে শুদ্ধ বাংলা ভাষা বলতে পারার আমলী মশক করানো হয়৷
হিফজ বিভাগের ফরম ও ভর্তির নিয়ম-নীতি
যে সমস্ত ত্বলাবাগন হিফজ বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে প্রথমত মাদ্রাসা থেকে বা নিচ থেকে ফরম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে, এরপর বিভাগীয় প্রধানের কাছে এ ফরম সত্যায়ন করলে ফরমে নাম্বার দিয়ে দিবে, ফরম সত্যায়ন হয়ে গেলে ত্বলাবাগনকে মাদ্রাসা কর্তৃক জারীকৃত নির্দেশনা মুতাবিক পরীক্ষা দিতে হবে, উত্তীর্ণ ত্বলাবাগনের নামের তালিকা দ্রুত মাদ্রাসা কর্তৃপক্ষ প্রকাশ করবে, এককালীন নগদ অর্থ জমা দিয়ে ভর্তি হতে হবে।