আরবী তারিখঃ এখন ৯ জিলকদ ১৪৪৪ হিজরি মুতাবিক ৩০ মে ২০২৩ খ্রিস্টাব্দ, সময় সকাল ১১:৩৫ মিনিট
এলানঃ-
আগামী ২৩ জুন রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে আসরের নামাজের পর থেকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি স্ববান্ধবে আমন্ত্রিত। সুন্নত মতো জিন্দেগী, এটাই খোদার বন্দেগী।

নাযেরা-হিফযুল কুরআন বিভাগের ফরম ও ভর্তির নিয়ম-নীতি

হিফযুুুল কুরআন বিভাগ

পবিত্র কুরআনে কারিমের সহী-শুদ্ধ তিলাওয়াত চর্চার নিমিত্ত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাফিজে কুরআন দ্বারা বিভাগটি চালু করা হয়৷ পাশাপাশি জীবন পরিচালনায় গুরুত্বপূর্ণ মাসাআলা-মাসাইল, সার্বিক জীবনে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল সুন্নত সমূহ বাস্তবায়ন এবং বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হিসেবে শুদ্ধ বাংলা ভাষা বলতে পারার আমলী মশক করানো হয়৷

নাযেরা-হিফযুল কুরআন বিভাগের ফরম ও ভর্তির নিয়ম-নীতি

যে সমস্ত ত্বলাবাগন হিফজ বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে প্রথমত মাদরাসা থেকে বা নিচ থেকে দরখাস্ত ফরম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে, এরপর বিভাগীয় প্রধানের কাছে এ ফরম সত্যায়ন করিয়ে মাদরাসা কর্তৃক জারীকৃত নির্দেশনা মুতাবিক পরীক্ষা দিতে হবে, উত্তীর্ণ ত্বলাবাগনের নামের তালিকা দ্রুত মাদরাসা কর্তৃপক্ষ প্রকাশ করবে, এরপর উত্তীর্ণ ত্বলাবাগন মূল ফরম নাম্বারসহ গ্রহণ করে এককালীন নগদ অর্থ জমা দিয়ে ভর্তি হতে হবে।

দরখাস্ত ফরম ডাউনলোড করুন