আরবী তারিখঃ এখন ৯ জিলকদ ১৪৪৪ হিজরি মুতাবিক ৩০ মে ২০২৩ খ্রিস্টাব্দ, সময় সকাল ১০:০০ মিনিট
এলানঃ-
আগামী ২৩ জুন রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে আসরের নামাজের পর থেকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি স্ববান্ধবে আমন্ত্রিত। সুন্নত মতো জিন্দেগী, এটাই খোদার বন্দেগী।

মাহে রমাযান ফান্ড

রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ এর ফান্ড থেকে মূলত মাহে রমাযানে আগত মেহমানদের (ছাত্র-উস্তাদসহ) ইফতার-সাহরি ও অন্যান্য খরচ বহন করা হয়। এ ফান্ডটি শুধুমাত্র মাহে রমাযান এবং সারাবছর নফল রোজাদারদের ইফতার সাহরির খরচে ব্যবহৃত হয়ে থাকে। এ ফান্ডে বাৎসরিক লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। এ ফান্ডেও মুসলিম ভাই-বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয়, গ্রহণের পূর্বে অবশ্যই দাতার সার্বিক বিষয় যাচাই বাছাই করা হয়, সকল প্রকার ওয়াজিব সাদকা যেমন যাকাত ফেতরা মান্নাদের মাল এ ফান্ডে গ্রহণ করা হয় না।

রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জের মাহে রমাযান ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।

পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলূম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ। মোবাইলঃ 01917443377