আরবী তারিখঃ এখন ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সময় রাত ৪:৫৯ মিনিট
এলানঃ-
১. আগামী ২৭ অক্টোবর রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক সুন্নতী ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মাদরাসার উচ্চতর কিরাআত বিভাগ

উচ্চতর ক্বিরাত বিভাগ রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ এর অভিজ্ঞ ও সর্বচ্চ যোগ্যতা সম্পন্ন কারী সাহেবদের তত্ত্বাবধানে পরিচালিত। দুই বছরব্যাপী এই বিভাগটি পবিত্র কুরআনে কারীমের খেদমত আরও বিস্তৃত করার লক্ষ্যে আমাদের এই বিভাগে অতি সংক্ষিপ্ত আকারে কিছু ত্বলিবে ইলম যারা দাওরায়ে হাদিস শেষ করেছে তাদের ভর্তি করা হয়। দাওরায়ে হাদিস শেষ করেছে এমন ত্বলিবে ইলমরা প্রথমে দরখাস্ত ফরম সংগ্রহ করতে হবে, এরপর বোর্ডের সত্যায়িত দাওরায়ে হাদিসের ফলাফলের কপি নিয়ে দরখাস্ত ফরমের সাথে সংযুক্ত করে দফতরে তালিমাতের মাধ্যমে সত্যায়ন করে শুধুমাত্র কুরআনে কারীমের পরীক্ষা দিয়ে ভর্তির কাজ সম্পন্ন করা যাবে।

দরখাস্ত ফরম ডাউনলোড করুন

বিঃ দ্রঃ মাদরাসার স্থায়ী জায়গা না হওয়া পর্যন্ত বয়স্ক মক্তব বিভাগ ছাড়া অন্যান্য বিভাগ সমূহ পরিচালনা সাময়ীক স্থগিত রয়েছে।