আরবী তারিখঃ এখন ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, সময় বিকাল ৩:৪১ মিনিট
এলানঃ-
১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ ইং এর মাসিক সুন্নতী ইজতেমা সমূহ
* ২৫ এপ্রিল ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ মে ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ জুন ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৫-২৬ জুলাই ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৯ আগষ্ট ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৬-২৭ সেপ্টেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৪ অক্টোবর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৮-২৯ নভেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৬ ডিসেম্বর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ জানুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ ফেব্রুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* মার্চ ২৫ ইং এজতেমা সালেকীনদের জন্য

আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর মৃত্যুতে মাওলানা ইসমাইল সিরাজী দা. বা. এর শোক বার্তা!

শোক বার্তা

দারুল উলুম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি ও নবনির্বাচিত মুহতামিম হযরত আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী রহ. বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের মুরুব্বী হিসেবে দীর্ঘদিন দায়িত্বরত ছিলেন, হযরত রহ. আজ দুপুরের আগে আল্লাহর পিয়ারা হয়ে গেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। হযরত রহ. এর অবদান বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় অঙ্গনে বিশেষভাবে প্রতীয়মান হয়, মুফতিয়ে আজম বাংলাদেশ হযরতওয়ালা শাহ ফকিহুল মিল্লাত মুফতি আঃ রহমান রহঃ এর পর তিনিই ছিলেন বাংলাদেশের মুফতিয়ে আজম, হযতর রহ. এর চলে যাওয়া ফিকহের জগতে এক বিশাল অপুরনীয় ক্ষতি বয়ে বেড়াবে বরং এ ক্ষতি পূরনের নয়, আল্লাহ তাআলা হযরতের সকল প্রকার গুনাহ-খাতা মাফ করে দিন, জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম নসিব করুন, সাথে সাথে পরিবার-পরিজন ও ভক্তবৃন্দকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন, আমিন।

মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি, এ প্রতিষ্ঠানদ্বয়ের ইসালে সওয়াব এর উদ্দেশ্যে নিজ নিজ অবস্থান থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে, কমপক্ষে একবার সূরা ফাতিহা ও ৩ বার সূরা ইখলাস পাঠ করে তার সাথে সম্পৃক্ত সকলকে হযরতের সওয়াব ইসাল করার জন্য নির্দেশ প্রদান করা গেল । আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।

মাওলানা ইসমাইল সিরাজী দা. বা.

প্রতিষ্ঠাতা পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ।

Loading