আরবী তারিখঃ এখন ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, সময় সকাল ৬:৫৩ মিনিট
এলানঃ-
১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ ইং এর মাসিক সুন্নতী ইজতেমা সমূহ
* ২৫ এপ্রিল ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ মে ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ জুন ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৫-২৬ জুলাই ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৯ আগষ্ট ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৬-২৭ সেপ্টেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৪ অক্টোবর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৮-২৯ নভেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৬ ডিসেম্বর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ জানুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ ফেব্রুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* মার্চ ২৫ ইং এজতেমা সালেকীনদের জন্য

মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর পরিচিতি

হযরত মাওলানা ইসমাইল সিরাজী দা. বা. তার শাইখ মুহিউস সুন্নাহ হযরতওয়ালা শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য খলিফা, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা ঢাকার স্বনামধন্য মুফতি ও মুুহাদ্দিস, রাহবারে তরিকত মুরশিদুস সুন্নাহ হযরতওয়ালা শাহ মুফতি সুহাইল দামাত বারাকাতুহুম এর পরামর্শে এবং দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, মুফতিয়ে আজম হযরত মাওলানা মুফতি শফী রহঃ (হযরত মাওলানা মুফতি তকী উসমানী দামাত বারাকাতুহুমের বাবা) এর অনুসরণ ও ফকিহুল মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশ এর অনুসরণে একটি ব্যাক্তিগত দ্বীনি সদকা ফান্ড বা সেবা মুলক সংস্থা ডিসেম্বর ২০১৫ ইং, রবিউল আউয়াল ১৪৩৭ হিঃ মোতাবেক প্রতিষ্ঠা করেন৷ উক্ত সেবামূলক সংস্থা এভাবে পরিচালনা করা হয় যে, প্রতিদিন ১৬ টাকা উক্ত সংস্থার সাধারন ফান্ডে জমা করতেন এবং প্রতিটি টাকার সওয়াব কোন একজন বিশেষ ব্যাক্তির জন্য ইসালের নিয়ত করতেন৷ যা রবিউল আউয়াল ১৪৩৭ হিঃ থেকে আরবী মাসের হিসাব অনুযায়ি পরিচালিত হয়ে আসছে, প্রতিদিন ১৬ টাকা জমা, যেমন :

১. এক টাকার সওয়াব এর ইসাল নিজের নিয়তে৷
২. এক টাকার সওয়াব এর ইসাল নিজ পিতার নিয়তে৷
৩. এক টাকার সওয়াব এর ইসাল নিজ মাতার নিয়তে৷
৪. এক টাকার সওয়াব এর ইসাল নিজ ভাইয়ের নিয়তে৷
৫. এক টাকার সওয়াব এর ইসাল নিজ বোনের নিয়তে৷
৬. এক টাকার সওয়াব এর ইসাল নিজ স্ত্রীর নিয়তে৷
৭. এক টাকার সওয়াব এর ইসাল ফকিহুল মিল্লাত হযরতওয়ালা শাহ মুফতি আব্দুর রহমান রহঃ এর নিয়তে৷
৮. এক টাকার সওয়াব এর ইসাল মুরশিদুস সুন্নাহ, আরিফ বিল্লাহ, হযরত ওয়ালা শাহ মুফতি সুহাইল সাহেব দাঃ বাঃ এর নিয়তে৷
৯. এক টাকার সওয়াব এর ইসাল মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা আব্দুল হক হক্কানী দাঃ বাঃ এর নিয়তে৷
১০. এক টাকার সওয়াব এর ইসাল হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহঃ এর নিয়তে৷
১১. এক টাকার সওয়াব এর ইসাল মুহিউস সুন্নাহ হযরতওয়ালা শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি এর নিয়তে৷
১২. এক টাকার সওয়াব এর ইসাল পুরা দুনিয়ার সকল মুসলমান যারা জীবিত বা মৃত সকলের নিয়তে৷
১৩. এক টাকার সওয়াব এর ইসাল নিজ দাদা-দাদীর নিয়তে৷
১৪. এক টাকার সওয়াব এর ইসাল নিজ নানা-নানীর নিয়তে৷
১৫+১৬. দুই টাকার সওয়াব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে ইসাল করে সংস্থার সাধারণ ফান্ডে জমা করা হতো৷

প্রতিদিন ১৬ টাকা করে জমা হলে মাসে ৪৮০ টাকা ফান্ডে জমা হতো৷ এ সকল টাকা সত্যিকারের গরিব মানুষ ও বিভিন্ন মাদ্রাসার গরিব ছাত্র এবং বিভিন্ন সামাজিক দ্বীনি কাজে ব্যয় করা হতো৷

ব্যক্তিগত থেকে প্রাতিষ্ঠানিক রূপ

হযরত মওলানা ইসমাইল সিরাজী দামাত বারাকাতুহুম ব্যাক্তিগত সেবামূলক এই সংস্থাকে ২০১৬ ইং এর শেষের দিকে প্রাতিষ্ঠানিক রূপে রূপান্তরিত করেন, মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ নামে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়৷

প্রধান মুরুব্বী

মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ এর বিশিষ্ট খলিফা মারকাযুল ফিকরিল ইসলামী (ইসলামিক রিসার্চ সেন্টার) বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা এর মুফতি ও মুহাদ্দিস মুরশিদুস সুন্নাহ হযরতওয়ালা শাহ মুফতি সুহাইল দামাত বারাকাতুহুম৷

মজলিসে আমেলা