বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইহয়ায়ে সুন্নাত ও ইসলাহী মজলিস
তারিখঃ ২৭ সেপ্টেম্বর ২০২৪ ইং, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী রোজ শুক্রবার।
সময়ঃ বাদ ফজর, ৮:৩০ মিনিট পর্যন্ত।
স্থানঃ কেরামতিয়া দারুল উলুম মাদ্রাসা, রহমতপুর (দেবীপুর),গোলবাহার, কচুয়া, চাঁদপুর।
মুহতারাম………..
السلام عليكم ورحمه الله وبركاته
আজান ইকামত নামাজ ও তেলাওয়াত সহ জীবনের সর্বস্তরে নবীজি, সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত অনুসরণ, এবং আত্মশুদ্ধি একমাত্র মানবজাতির ইহকাল ও পরকালে মুক্তির পথ, সুতরাং সুন্নতের আলোচনা ও প্রশিক্ষণ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে সুন্নতের প্রচার প্রশিক্ষণ ও বয়ানে যে সমস্ত ওলামায়ে কেরাম ভূমিকা রাখেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব মুরশিদুস সুন্নাহ হযরত মাওলানা মুফতি সুহাইল সাহেব দামাত বারকাতুহুম, বিশিষ্ট খলিফা মহিউস সুন্নাহ হযরত শাহ আবরারুল হক রঃ, এবং মুফতি ও মুহাদ্দিস , ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা।
আগামী শুক্রবার , রহমতপুর,(দেবীপুর) কেরামতিয়া দারুল উলুম মাদ্রাসায় তশরিফ আনবেন ইনশাআল্লাহ, এবং ফজর নামাজের পর ৮:৩০ পর্যন্ত বয়ান এবং প্রশিক্ষণ দিবেন ও আখেরি মোনাজাত করবেন। আশা করি আপনি এলাকার ইমাম মুয়াজ্জিন সাহেবান সহ উপস্থিত হয়ে মজলিসকে আলোকিত করবেন।
বিঃ দ্রঃ মজলিস শেষে নাস্তা এবং ওলামায়ে কেরামের জন্য একরামের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।
فقط والسلام
সার্বিক সহযোগিতায়ঃ——————————————————————————————————————–নিবেদকঃ
আলহাজ্ব আমানুল্লাহ সাহেব————————————————————————————–পরিচালকঃ অত্র মাদ্রাসা।