আরবী তারিখঃ এখন ৯ শাওয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, সময় বিকাল ৪:২৩ মিনিট
এলানঃ-
১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ ইং এর মাসিক সুন্নতী ইজতেমা সমূহ
* ২৫ এপ্রিল ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ মে ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ জুন ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৫-২৬ জুলাই ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৯ আগষ্ট ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৬-২৭ সেপ্টেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৪ অক্টোবর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ২৮-২৯ নভেম্বর ২৪ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৬ ডিসেম্বর ২৪ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* ৩০-৩১ জানুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার ফজর-শুক্রবার মাগরিব পর্যন্ত সালেকীনদের জন্য
* ২৭ ফেব্রুয়ারী ২৫ ইং বৃহস্পতিবার মাগরিব-ইশা মাদরাসার সকলের জন্য
* মার্চ ২৫ ইং এজতেমা সালেকীনদের জন্য

সফর বা ভ্রমণকালীন সুন্নত সমূহ

১. কমপক্ষে দুই ব্যক্তি এক সাথে সফরে যাওয়া, পারতপক্ষে একা সফর না করা। দেখুনঃ তিরমিযী শরীফঃ ২১৬৫
২. বাড়ী থেকে بِسْم اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ পড়ে বের হওয়া। দেখুনঃ আবু দাউদ শরীফঃ ৫০৯৫
৩. যানবাহনের দরজায় بِسْمِ اللّٰهِ বলতে বলতে পা রাখা। দেখুনঃ আবু দাউদ শরীফঃ ২৬০২
৪. যানবাহনে ভাল ভাবে আসন গ্রহণের পর তিনবার اَهُٰ পা أَكْبَرُ বলে اَللّٰهُمَّ بِكَ اَصُوْلُ وَ بِكَ اَحُوْلُ وَ بِكَ اَسِيْرُ بِاسْمِ اللّٰهِ وَ الْحَمْدُ لِلّٰهِ سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَ مَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَ وَ اِنَّا اِلٰى رَبِّنَا لَمُنقَلِبُوْنَ اَللّٰهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هٰذَا وَاطْوِ عَنَّا بُعْدَهٗ ، اَللّٰهُمَّ اَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَ الْخَلِيْفَةُ فِي الْاَهْلِ اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنْ وِعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْظَرِ، وَ سُوْءِ الْمُنْقلَبِ فِي الْمَالِ وَ الْاَهْلِ وَالْوَلَدِ দুআ পড়া।
দেখুনঃ আবু দাউদ শরীফঃ ২৫৯৮, ২৫৯৯
৫. সফরে কোথাও অবস্থানের প্রয়োজন হলে এমনভাবে অবস্থান করা, যাতে মানুষের চলাফেরা ইতাদির ব্যাঘাত না ঘটে।
দেখুনঃ বুখারী শরীফঃ ৬২২৯
৬. নিজে বা যানবাহন উপরের দিকে উঠতে লাগলে اَهُٰাতে أَكْبَرُ বলা। দেখুনঃ মুসলিম শরীফঃ ১৩৪৪
৭. নিজে বা যানবাহন নীচের দিকে নামতে বা অবতরণ করতে লাগলে سُبْحَانَ اللّٰهِ বলা। দেখুনঃ বুখারী শরীফঃ ২৯৯৩
৮. দূর হতে গন্তব্যস্থান দৃষ্টিগোচর হতেই اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهَا দুআ তিন বারপাঠ করা। দেখুনঃ তাবারানী আউসাতঃ ৪৭৫৫
৯. গন্তব্যবস্থানে প্রবেশ কালে اَللّٰهُمَّ ارْزُقْنَا جَنَاهَا ، وَ جَنِّبْنَا وَبَاهَا ، وَ حَبِّبْنَا اِلٰى اَهْلِهَا ، وَ حَبِّبْ صَالِحَ أَهْلِهَا اِلَيْنَا দু‘আ পড়া।
দেখুনঃ তাবরানী আউসাতঃ ৪৭৫৫
১০. সফরের কার্য শেষ হলেই তাড়াতাড়ি বাড়ী ফিরে আসা। অযথা সফরকে দীর্ঘ করা ভাল নয়। দেখুনঃ বুখারী শরীফঃ ১৮০৪
১১. দীর্ঘ দিনের সফর শেষে বাড়ী প্রত্যাবর্তনকালে হঠাত করেই ঘরে প্রবেশ না করে প্রথমে নিজ গ্রাম বা মহল্লার মসজিদে এসে অবস্থান করা ও দুই রাকাআত নামায পড়া। অতঃপর বাড়ীতে আসার সংবাদ পৌঁছিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে লোকজনের সাথে সাক্ষাত করে নিজ বাড়ীতে প্রবেশ করা। তেমনিভাবে দীর্ঘদিনের সফর হতে ফিরে এসে গভীর রাতে বাড়ীতে প্রবেশ না করা।
দেখুনঃ মুসলিম শরীফঃ ২৭৬৯, বুখারী শরীফঃ ১৮০০
১২. সফরে কুকুর, ঘুংড়ু ও গলঘন্টী সঙ্গে না রাখা। কেননা, শয়তান এগুলোর পিছু নেয়, তাতে সফরের বরকত চলে যায়। উল্লেখ্য, সখ করে বাড়ীতে কুকুর পালা শরীয়তে নিষেধ। দেখুনঃ মুসলিম শরীফঃ ১৫৭৪, মুসলিম শরীফঃ ২১১৩
১৩. সফর হতে প্রত্যাবর্তন করে নিচের দুআ পড়া। দেখুনঃ তিরমিযী শরফিঃ ৩৪৪০
اٰئِبُوْنَ، تَائِبُوْنَ، عَابِدُوْنَ ، لِرَبِّنَا حَامِدُوْنَ، بِاسْمِ اللّٰهِ مَجْرٖںهَا وَ مُرْسَاهَا اِنَّ رَبِّيْ لَغَفُوْرٌ رَّحِيْمٌ، وَ مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيَامَةِ وَ السَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِيْنِهٖ سُبْحَانَهٗ وَ تَعَالٰى عَمَّا يُشْرِكُوْنَ
১৪. কাউকে বিদায় দেয়ার সময় اَسْتَوْدِعُ اللّٰهَ دِيْنَكَ وَاَمَانَتَكَ وَخَوَاتِيْمَ اَعْمَالِكَ দুআটি পড়া। দেখুনঃ সুনানে আবু দাউদঃ ২৬০৩
১৫. যিনি বিদায় নিবেন তিনি اَسْتَوْدِعُكَ الهَٰاَ الَّذِيْ لَا تَضِيْعُ وَدَائِعُهٗ দু’আ পড়া। দেখুনঃ সুনানে ইবনে মাজাহঃ ২৮২৫

Loading