রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ এর অন্যতম গুরুত্বপূর্ণ এ ফান্ডটি মূলত মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য করা হয়েছে, এই ফান্ডের মাল থেকে মূলত মাদরাসার আবাসিক ভবন, দরসেগাহ, মেহমানখানা ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ হয়ে থাকে। এ ফান্ডে প্রয়োজন মুতাবিক বাৎসরিক কোটি কোটি টাকা খরচ হয়। এ ফান্ডেও মুসলমান ভাই-বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয়ে থাকে, গ্রহণের পূর্বে দাতাকে অবশ্যই সার্বিক বিষয় যাচাই বাছাই করা হয়। সকল প্রকার ওয়াজিব সদকা যেমন যাকাত ফেতরা মান্নতের মাল এ ফান্ডে গ্রহণ করা হয় না।
রহমানিয়া মাদ্রাসার সিরাজগঞ্জে উক্ত ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।
পরিচালক রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ। মোবাইলঃ 01917443377