গোড়াবা ফান্ড

রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জের এ ফান্ডটি অত্যান্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে গরিব-মিসকিন, এতিম ও অসহায় ছাত্রদের মানসম্মত খানাপিনা সহ ভরণপোষণের সার্বিক ব্যবস্থা করার চেষ্টা করা হয়, এ ফান্ডে বাৎসরিক লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এ ফান্ডে মুসলিম ভাই বোনদের যাকাত ফিতরা মান্নত ফিদিয়া সহ সকল প্রকার ওয়াজিব সদকার মাল গ্রহণ করা হয়, প্রতিটি গরিব-মিসকিন এতিম ও অসহায় তালিবুল ইলম এর জন্য এ ফান্ডের মাল খরচের বিষয়ে একজন নির্দিষ্ট প্রতিনিধি নিয়োগ করা হয়, যেন প্রতিটি তালিবুল ইলম এর জন্য নির্ধারিত বাজেট সঠিক জায়গায় সঠিক ভাবে খরচ হতে পারে।

রহমানিয়া মাদ্রাসার গোড়াবা ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।

পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলূম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ। মোবাইলঃ 01917443377