১৪৪৬-১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের জন্য ফজীলত ২য় বর্ষ ও সানাবিয়্যা উলইয়া সানিয়াতে ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক
নিম্নবর্ণিত বিষয়গুলো আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন ৬ বোর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে এবং চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ২৬/১০/১৪৪৩ হিজরী, ২৮/০৫/২০২২ তারিখের নেসাব উপকমিটির সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়। ১৪৪৪-১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষ থেকে বিষয়গুলো বাস্তবায়নের জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন ৬ বোর্ডকে আশু পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। ১। ছেলেদের নেসাবের ৬ (ছয়) টি মারহালা (স্তর) হবে, মোট শিক্ষাবর্ষ হবে ১৬; মেয়েদের নেসাবের ৫ (পাঁচ) টি মারহালা (স্তর) হবে, মোট শিক্ষাবর্ষ হবে ১৪। ছেলেদের মারহালাগুলোর নাম ও সময়কাল হবে নিম্নরূপ :১.১ الابتدائية (ইবতিদাইয়্যা [প্রাথমিক]) : ৬ বছর (শিশু শ্রেণিসহ); [৫ (পাঁচ) বছরের শিশুরা এ স্তরে ভর্তি হবে।]১.২ المتوسطة (মুতাওয়াস্সিতা [নিম্ন মাধ্যমিক]) : ৩ বছর।১.৩ الثانوية (সানাবিয়্যা [মাধ্যমিক]) : ২ বছর।১.৪ الثانوية العليا (সানাবিয়্যা উলইয়া [উচ্চ মাধ্যমিক]) : ২ বছর।১.৫ الفضيلة (ফযীলত [¯স্নাতক]) : ২ বছর।১.৬ دورة الحديث (التكميل) : ১ বছর। (দাওরায়ে হাদীস (তাকমীল) [¯স্নাতকোত্তর]) সর্বমোট = ১৬ বছর।মেয়েদের মারহালাগুলোর নাম ও সময়কাল হবে নিম্নরূপ : ২.১ الابتدائية (ইবতিদাইয়্যা [প্রাথমিক]) : ৬ বছর (শিশু শ্রেণিসহ); [৫ (পাঁচ) বছরের শিশুরা এ স্তরে ভর্তি হবে।] ২.২ المتوسطة (মুতাওয়াস্সিতা [নিম্ন মাধ্যমিক]): ২ বছর। ২.৩ الثانوية (সানাবিয়্যা [মাধ্যমিক]) : ৩ বছর। ২.৪ الفضيلة (ফযীলত [¯স্নাতক]) : ২ বছর। ২.৫ دورة الحديث (التكميل) : ১ বছর। (দাওরায়ে হাদীস (তাকমীল) [¯স্নাতকোত্তর]) সর্বমোট = ১৪ বছর।৬ মারহালার শ্রেণিগুলোর নাম নিম্নরূপ: ১ম মারহালা (স্তর) : الابتدائية (প্রাথমিক) ১.১ روضة الأطفال : রওজাতুল আতফাল (শিশু শ্রেণি); ১.২ الابتدائية الأولى : ইবতিদাইয়্যা ১ম শ্রেণি১.৩ الابتدائية الثانية : ইবতিদাইয়্যা ২য় শ্রেণি১.৪ الابتدائية الثالثة : ইবতিদাইয়্যা ৩য় শ্রেণি১.৫ الابتدائية الرابعة : ইবতিদাইয়্যা ৪র্থ শ্রেণি১.৬ الابتدائية الخامسة : ইবতিদাইয়্যা ৫ম শ্রেণি ২য় মারহালা (স্তর) : المتوسطة (নিম্ন মাধ্যমিক) ২.১ المتوسطة الأولى : মুতাওয়াস্সিতা ১ম ২.২ المتوسطة الثانية : মুতাওয়াস্সিতা ২য় ২.৩ المتوسطة الثالثة : মুতাওয়াস্সিতা ৩য় ৩য় মারহালা (স্তর) : الثانوية (মাধ্যমিক) ৩.১ الثانوية الأولى : সানাবিয়্যা ১ম ৩.২ الثانوية الثانية : সানাবিয়্যা ২য় ৪র্থ মারহালা (স্তর) : الثانوية العليا (মাধ্যমিক) ৪.১ الثانوية العليا الأولى : সানাবিয়্যা উলইয়া ১ম ৪.২ الثانوية العليا الثانية : সানাবিয়্যা উলইয়া ২য় ৫ম মারহালা (স্তর) : الفضيلة(¯স্নাতক) ৫.১ الفضيلة الأولى : ফযীলত ১ম বর্ষ৫.২ الفضيلة الثانية : ফযীলত ২য় বর্ষ৬ষ্ঠ মারহালা (স্তর) : دورة الحديث (التكميل) (¯স্নাতকোত্তর) ৬.১ دورة الحديث (التكميل) : দাওরায়ে হাদীস (তাকমীল)২। (ক) ৬ষ্ঠ মারহালার পাঠ্যবিষয় (ফন) হাদীস; পাঠ্যকিতাব নিম্নবর্ণিত ১০টি: বুখারী শরীফ-১, বুখারী শরীফ-২, মুসলিম শরীফ-১, মুসলিম শরীফ-২, তিরমিযী শরীফ-১, তিরমিযী শরীফ-২ ও শামায়েলে তিরমিযী, আবু দাউদ শরীফ, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তাহাবী শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ। এ ছাড়া ১০০ নম্বরের কেরাতের পরীক্ষা হবে।(খ) ৫ম মারহালার ফযীলত ২য় বর্ষে ৮০০ নম্বরের কেন্দ্রীয় পরীক্ষা হবে। বুনিয়াদি ফন (পাঠ্যবিষয়) ৫টি। যথা- ১। হাদীস ২। উসূলে হাদীস ৩। তাফসীর ৪। ফিকহ ৫। আকায়িদ। বুনিয়াদি কিতাব ৫টি। যথা- ১। মিশকাত-১, ২। মিশকাত-২, ৩। শরহে নুখবাতুল ফিকার ৪। হেদায়া রাবে‘ ৫। শরহে আকায়িদ। অবশিষ্ট দুই কিতাব হিদায়া সালিস ও বায়যাবী শরীফের ব্যাপারেও সকলে নীতিগত ঐক্যমত পোষণ করেন।৩। ১৪৪৬-১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের জন্য ফযীলত সানিয়া এবং সানাবিয়্যা উলইয়া সানিয়াাতে ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক হবে।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,মু. অছিউর রহমান,অফিস ব্যবস্থাপক,আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ