Rahmania Madrasah Sirajganj

হেফাজত নেতাদের নিঃশর্ত মুক্তি ও তারাবির নামাজে মুসলমানদের সর্বাত্মক অংশগ্রহণ করতে দেয়ার দাবি মাওলানা ইসমাইল সিরাজীর

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে একের পর এক গ্রেফতার করা হচ্ছে, পুরাতন বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত মামলায় হেফাজত ইসলামের মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কে গ্রেফতার করা হয়েছে, এছাড়া ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, এসমস্ত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, আজ সন্ধ্যার আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব, দেশের অন্যান্য মুরুব্বিদের মত হেফাজতে ইসলামসহ অন্যান্য ইসলামী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসার সিরাজগঞ্জ, মজলিসে তানফিযুল কুরআন ওয়াস সুন্নাহ বাংলাদেশ ও জাতীয় চাঁদ পর্যবেক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইসমাঈল সিরাজী। তিনি তাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি মাহে রমজানে সরকার ঘোষিত তারাবির নামাজে মুসল্লিদের ধারণ করার মতো তামাশার প্রজ্ঞাপন উঠিয়ে নিয়ে সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজান সঠিকভাবে পালন করতে দেয়ার সুযোগ দেয়ার জন্য সরকারকে বিশেষ আবেদন জানান।

পড়েছেনঃ 330 জন