Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৯ রমজান ১৪৪৪ হিজরি, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৭:৩৮ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

হেফাজতে ইসলামের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন ২৭ নভেম্বর!

আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়, ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আল্লাহ্, রাসূল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মহাসচিব কার্যালয়ে যোগাযোগ করা হলে আওয়ার ইসলামকে এ বিষয়ে নিশ্চিত করেছেন মাওলানা রাশেদ বিন নুর।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়, ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আল্লাহ্, রাসূল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মুহতারাম আমীর আল্লামা মুহিব্দুল্লাহ বাবুনগরী।

সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম।

পড়েছেনঃ 249 জন