হেফাজতের প্রতিষ্ঠালগ্নে মানা হয়নি তার পরামর্শ, তাই আজ হেফাজতের এই করুন অবস্থা

★ হেফাজতের প্রতিষ্ঠালগ্নে ফক্বীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রহ: বলেছিলেন, হয়তো রাজনীতির সাথে জড়িত ওলামারা সামনে থেকে নেতৃত্ব দিবেন আর আমরা অরাজনৈতিক আলেমগণ পেছনে থেকে তাদের সাপোর্ট দিয়ে যাবো।

অথবা আমরা অরাজনৈতিক আলেমগণ সামনে থেকে নেতৃত্ব দেবো আর রাজনীতির সাথে সম্পৃক্ত আলেমগণ পেছনে থেকে আমাদের সহযোগিতা করবে।

অরাজনৈতিক এবং রাজনৈতিক ওলামাগণ একসাথে সামনে থেকে নেতৃত্ব দিতে গেলে বিপর্যয় ঘটতে পারে!

★ এও বলেছিলেন, হেফাজতের কোনো সিদ্ধান্ত মিডিয়ায় প্রকাশ করা যাবে না!

সেদিন হযরত রহ:র দূরদর্শী সেই সিদ্ধান্ত আমলে নেয়া হয়নি।
কিন্তু হযরতের ভবিষ্যতবাণীর আলোকে বিপর্যয় আজ জাতি হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছে!

Loading