হেফাজতের নেতাকর্মীদের মুক্তি দেয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিব ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী।
মঙ্গলবার (৪ মে) দিবাগত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে নুরুল ইসলাম জিহাদী বলেন, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এছাড়া কওমি মাদ্রাসা খুলে দেয়াসহ চারটি দাবি তার উপস্থাপন করা হয়েছে। কথা হয়েছে মাওলানা মামুনুল হকের বিষয়েও।
তবে এ ব্যাপার স্বরাষ্ট্রমন্ত্রীর কোন বক্তব্য পাওয়া যায়নি।বৈঠকে তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদও ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে হারুন এড়িয়ে যান গণমাধ্যম।
পড়েছেনঃ 183 জন