নাযেরা-হিফযুল কুরআন বিভাগের ফরম ও ভর্তির নিয়ম-নীতি

নাযেরা-হিফযুুুল কুরআন বিভাগ

পবিত্র কুরআনে কারিমের সহী-শুদ্ধ তিলাওয়াত চর্চার নিমিত্ত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাফিজে কুরআন দ্বারা বিভাগটি পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ৷ পাশাপাশি জীবন পরিচালনায় গুরুত্বপূর্ণ মাসাআলা-মাসাইল, সার্বিক জীবনে রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর সকল সুন্নত সমূহ বাস্তবায়ন এর মশকে আমলী করানো হয়৷

নাযেরা-হিফযুল কুরআন বিভাগের ফরম ও ভর্তির নিয়ম-নীতি

যে সমস্ত ত্বলাবাগন নাযেরা-হিফজ বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে প্রথমত মাদরাসা থেকে বা নিচ থেকে দরখাস্ত ফরম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে, এরপর বিভাগীয় প্রধানের কাছে এ ফরম সত্যায়ন করিয়ে মাদরাসা কর্তৃক জারীকৃত নির্দেশনা মুতাবিক পরীক্ষা দিতে হবে, মুমতাহিন উত্তীর্ণ ত্বলাবাগনকে সত্যায়ন করার পর মূল ফরম নাম্বারসহ গ্রহণ করে এককালীন নগদ ২৫০০/= টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে।

  • প্রতি ৩ সপ্তাহ পর পর প্রয়োজনে ঐচ্ছিক ২৪ ঘন্টা ছুটি থাকবে।
  • ঐচ্ছিক ৩ সপ্তাহ পর পর ছুটি বৃহস্পতিবার আসরের পর থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত নির্ধারিত থাকবে।
  • প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত সকল প্রকার ছুটি নিষিদ্ধ।
  • দরখাস্ত ফরম ১০ টাকা, দাখেলা (ভর্তি) ফরম ফ্রি।
  • মাসিক খরচ ৪০০০ টাকা।
  • প্রাথমিক চিকিৎসা খরচ মাদরাসা থেকে দেয়া হবে, কিতাবাদী মাদরাসা থেকে দেয়া হবে ইনশাআল্লাহ।
  • আরো বিস্তারিত জানতে কল করুন 01727853482 নাম্বারে।

দরখাস্ত ফরম ডাউনলোড করুন