Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ১ রমজান ১৪৪৪ হিজরি, ২৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রাত ৮:৫৮ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

হালাল রিজিক তিন প্রকার, -মুফতি শামসুদ্দিন জিয়া দা. বা.

হালাল রিজিক তিন প্রকার অথবা আল্লাহ তায়াল তিন প্রকার হালাল উপার্জনের পথ রেখেছেন, ১. চাকরি। ২. চাষাবাদ। ৩. ব্যবসা। আল্লাহ তায়ালা এই তিনপ্রকার উপার্জনের মধ্যে বরকতকে বণ্টন করেছেন এভাবে। চাকরিতে ১%, চাষাবাদে ৯%, ব্যবসায় ৯০%, মোট ১০০%

তার কারণ হল,

১.চাকরিজীবী, চাকরিজীবীদের কোন ধরনের খরচ সামনে আসলে তারা বলে, আর কয়েকদিন অপেক্ষা কর, সামনে মাস শেষ, বেতন পেলে করবো। এখানে চাকরিজীবিদের তাওয়াক্কালতু আলাল্লাহ নেই, তাওয়াক্কালতু আলাল তালাছুন তারিখ।

২.চাষাবাদ, চাষীরা যখন খ্যাত-খামার শুরু করে তখন আল্লাহর উপর ভরসা করে, আর যখন ধান রাখার পাত্রে এক বছরের জন্য ধান রেখে বাকিটা বিক্রি করে, তখন বেশিরভাগ চাষিরা এ কথা বলে যে, হয়েছে, এক বছর মোটামুটি টেনশন মুক্ত থাকা যাবে, তাওয়াক্কালতু আলাল্লাহ শুরুতে থাকলেও পরবর্তী তাওয়াক্কালতু আলাল আরজ হয়ে যায়।

৩. ব্যবসায়ী, বেশিরভাগ হালাল ব্যবসায়ীরা প্রতিটি মুহূর্ত আল্লাহর উপর ভরসা করে এবং প্রতিটি মুহূর্ত সে আল্লাহকে সরণ করে, ব্যবসা কম হলে বলে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, বেশি হলেও বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।

পড়েছেনঃ 190 জন