Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৯ রমজান ১৪৪৪ হিজরি, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৭:১৭ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

হাদিয়া (বেতন) ফান্ড

রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ এর গুরুত্বপূর্ণ এই ফান্ড থেকে মূলত মাদ্রাসার বিভিন্ন দায়িত্বরত (পরিচালক ছাড়া) সকলের মাসিক হাদিয়া বা বেতন প্রদান করা হয়। এ ফান্ডের বাৎসরিক খরচ প্রায় কোটি টাকা। এ ফান্ডেও মুসলিম ভাই-বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয়। সকল প্রকার ওয়াজিব সদকা যেমন যাকাত ফেতরা মান্নত ইত্যাদির মাল এ ফান্ডে গ্রহণ করা হয় না।

রহমানিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।

পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ। মোবাইলঃ 01917443377