রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ এর গুরুত্বপূর্ণ এই ফান্ড মূলত মানব কল্যাণের জন্য, গরীব দুস্থ ও অসহায়দের খুঁজে বের করে আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানো অত্র ফান্ডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য, এ লক্ষ্যে প্রাথমিকভাবে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসার ছাত্র-উস্তাদের মধ্যে খুবই গোপনীয় তার সাথে নগদ অর্থ ও পোশাক হাদিয়া পাঠানো হয়। ‘বয়স্ক মকতব-মাদরাসা’ একটি জাতীয় পর্যায়ের প্রকল্প, এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেকটি গ্রামে মহল্লায় একটি করে বয়স্ক মকতব মাদ্রাসা প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত রয়েছে, এ মাদ্রাসার মাধ্যমে ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিবর্গ বিশেষভাবে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের মাঝে কুরআন ও সুন্নাহের সঠিক জ্ঞান পৌছে দেয়াে এ ফান্ডের কাজ। এ ফান্ডের বাৎসরিক খরচ প্রায় কোটি টাকা। এ ফান্ডেও মুসলিম ভাই-বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয় মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর রশিদের মাধ্যমে। সকল প্রকার ওয়াজিব সদকা যেমন যাকাত ফেতরা মান্নত ইত্যাদির মাল এ ফান্ডে গ্রহণ করা হয় না।
রহমানিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।
পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ। মোবাইলঃ 01917443377