আরবী তারিখঃ এখন ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সময় রাত ৪:৪১ মিনিট
এলানঃ-
১. আগামী ২৭ অক্টোবর রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক সুন্নতী ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মাদরাসার সাধারন উন্মুক্ত ফান্ড

রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ এর গুরুত্বপূর্ণ এই ফান্ড মূলত মানব কল্যাণের জন্য, গরীব দুস্থ ও অসহায়দের খুঁজে বের করে আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানো অত্র ফান্ডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য, এ লক্ষ্যে প্রাথমিকভাবে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসার ছাত্র-উস্তাদের মধ্যে খুবই গোপনীয় তার সাথে নগদ অর্থ ও পোশাক হাদিয়া পাঠানো হয়। ‘বয়স্ক মকতব-মাদরাসা’ একটি জাতীয় পর্যায়ের প্রকল্প, এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেকটি গ্রামে মহল্লায় একটি করে বয়স্ক মকতব মাদ্রাসা প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত রয়েছে, এ মাদ্রাসার মাধ্যমে ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিবর্গ বিশেষভাবে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের মাঝে কুরআন ও সুন্নাহের সঠিক জ্ঞান পৌছে দেয়াে এ ফান্ডের কাজ। এ ফান্ডের বাৎসরিক খরচ প্রায় কোটি টাকা। এ ফান্ডেও মুসলিম ভাই-বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয় মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর রশিদের মাধ্যমে। সকল প্রকার ওয়াজিব সদকা যেমন যাকাত ফেতরা মান্নত ইত্যাদির মাল এ ফান্ডে গ্রহণ করা হয় না।

রহমানিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।

পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ। মোবাইলঃ 01917443377