আরবী তারিখঃ এখন ৯ শাবান ১৪৪৬ হিজরি মুতাবিক, ৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ রবিবার, সময় ভোর ৫:১২ মিনিট

হাত পায়ের নখ কাটার সুন্নত সমূহ

১. সপ্তাহে একবার নখ কাটা। দেখুনঃ শরহুস সুন্নাহঃ ৩০৯০
২. শুক্রবার জুমু‘আর নামাযে যাওয়ার পূর্বে নখ কাটা। দেখুনঃ শরহুস সুন্নাহঃ ৩০৯১
৩. উভয় হাত মুনাজাতের আকৃতিতে ধরে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গলীর নখ কাটা। দেখুনঃ ফাতাওয়ায়ে শামীঃ ৬/৪০৬, ফাতাওয়ায়ে আলমগীরীঃ ৫/৩৫৮
৪. ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ থেকে কাটা শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা।
দেখুনঃ ফাতাওয়ায়ে শামীঃ ৬/৪০৬

Loading