আরবী তারিখঃ এখন ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, সময় সকাল ৮:৪৪ মিনিট
এলানঃ-
১. আগামী ২৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক সুন্নতী ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

হাত পায়ের নখ কাটার সুন্নত সমূহ

نحمده و نصلي علي رسوله الكريم اما بعد

ভাই, সব কিছুরই সুন্নত রয়েছে, নখ কাটার সুন্নত রয়েছে, যেমন :

১. সপ্তাহে একবার নখ কাটা।

(শরহুস্ সুন্নাহ, হাঃ নং ৩০৯০)

২. শুক্রবার জুমু‘আর নামাযে যাওয়ার পূর্বে নখ কাটা।

(শরহুস্ সুন্নাহ, হাঃ নং ৩০৯১)

৩. উভয় হাত (মুনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। অতঃপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গলীর নখ কাটা।

(ফাতাওয়ায়ে শামী- ৬ : ৪০৬/ ফাতাওয়ায়ে আলমগীরী, ৫ : ৩৫৮)

৪. ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা।

(শামী, ৬ : ৪০৬)

আল্লাহ আমাদের আমল করার তৌফির দান করুন, আমিন৷

Loading