হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে, সকাল থেকে দেশের কোথাও কোনো সহিংসতা আর খবর না পাওয়া গেলেও কিছুক্ষণ আগে ঢাকার সাইনবোর্ড থেকে আমাদের প্রতিনিধি জানান এখানে হরতাল পন্ড করে দেওয়ার জন্য হেফাজতে ইসলাম কর্মীদের উদ্দেশ্যে মুহুর্মুহু গুলি ছোড়া হচ্ছে, তবে দেশের অন্যান্য স্থানে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।