মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদনপত্র দিয়েছেন রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইয়াতুল উলইয়ার তিন সদস্য বিশিষ্ট টিম। আজ (১৭ জুন) বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় আল্লামা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসের কাছে দ্রুত সময়ের মধ্যে মাদরাসা খোলার আবেদনপত্রটি তুলে দেন হাইয়াতুল উলইয়ার তিন সদস্য বিশিষ্ট টিম। বিষয়টি বিবেচনা করে যথাসময়ে এব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মাদরাসা শিগগির খোলার ব্যাপারে মন্ত্রীর পক্ষ থেকে কোন আশ্বাস বা ইঙ্গিত দেওয়া হয়নি বলে জানিয়েছেন আল্লামা আব্দুল কুদ্দুস। স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদনপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিমও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী ও আযাদ দীনি এদারা বোর্ড সিলেটের মহাসচিব মাওলানা আব্দুর বছির।
পড়েছেনঃ 189 জন