Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ১ রমজান ১৪৪৪ হিজরি, ২৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৪২ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

সিলেটে পাঞ্জাবি পড়ার কারণে শিক্ষক বহিষ্কার, ক্ষোভে ফুঁসছে ছাত্র-ছাত্রীরা

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এই দুইজন সম্মানিত শিক্ষককে চাকরীচ্যুত করা হয়েছে। একজন পদার্থবিজ্ঞানের শিক্ষক। অন্যজন আইসিটির।

তাদের অপরাধ?

তাদের একমাত্র অপরাধ(!) তারা পাঞ্জাবি-টুপি পরতেন এবং শুধুমাত্র চাকরীর জন্যে এ পোশাক ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন।

আমরা স্বীকার করি আর না করি, প্রশাসনিক স্তরে যে পরিমান ইসলামোফোবিয়া এদেশে এখন বিরাজ করছে, ইউরোপের অনেক ইসলামবিদ্বেষী দেশকেও হয়তো তা হার মানাবে।

আমরা কোন দেশে বাস করি?এটা কি আসলেই রাষ্ট্র ধর্ম ইসলামের দেশ?

অনতিবিলম্বে এনাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক। আর যদি তা না করা হয় তবে আল্লাহই উত্তম প্রতিদান দান কারী ও উত্তম পরিকল্পনাকারী।

এদিকে নিজ শিক্ষকদের পুনর্বহালের দাবিতে সিলেটে মানববন্ধন সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা, যেহেতু উক্ত শিক্ষকদের আগে থেকেই পাঞ্জাবি করার পারমিশন ছিল, তাই নতুন প্রিন্সিপলের এই কার্যক্রম অবৈধ বলে দাবি তাদের।

পড়েছেনঃ 962 জন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *