Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ১ রমজান ১৪৪৪ হিজরি, ২৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রাত ৮:২৪ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

সিরাজগঞ্জ শাহজাদপুর মনিরামপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা আঃ আউয়াল সাহেব রহ. ইন্তেকাল করেছেন

ঐতিহ্যবাহী শাহজাদপুর মনিরামপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা আঃ আউয়াল সাহেব (রহঃ) ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং পরিবারকে সবরে জামীল দান করুন। মরহুমের নামাযে জানাযা বাদ আসর খুকনী আটারদাগ মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। খবরটি খুকনি দারুল উলুম মাদ্রাসা এর শিক্ষা সচিব মাওলানা শামসুল ইসলাম নিশ্চিত করেছেন।

পড়েছেনঃ 1,624 জন