আন্তর্জাতিক আবহাওয়াবিদ ও জাতীয় চাঁদ পর্যবেক্ষণ পরিষদের আবহাওয়াবিদদের তথ্যমতে সিরাজগঞ্জসহ সারাদেশে আজ ১-৫-২১ ইং দুপুরের পর থেকে আগামী ৬ মে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় আজ সকাল থেকেই ঝড়ো হাওয়া বইছে, কিছু কিছু জেলার মধ্যে ঝড় বৃষ্টির প্রভাব মারাত্মক আকার ধারণ করতে পারে, গত এক সপ্তাহ আগে সারা দেশে তীব্র তাপ প্রবাহ বয়েছে, অন্যান্য বছরকে পেছনে রেখে এই বছর ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরমের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, জাতীয় চাঁদ পর্যবেক্ষণ পরিষদের আবহাওয়াবিদদের তথ্যমতে ৬ মের পরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সকলকে সর্তকতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে, আল্লাহ তাআলাই ভালো জানেন।
পড়েছেনঃ 35 জন