আরবী তারিখঃ এখন ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি মুতাবিক, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, সময় রাত ১০:১৯ মিনিট

সাধারণ ফান্ড

রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ এর এ ফান্ড থেকে মাদ্রাসার সাধারণ পর্যায়ের যেমন আসাতিযায়ে কেরামগণের খানাপিনার খরচ, মাদরাসার বিভিন্ন আসবাবপত্র ক্রয়, মাদ্রাসার বিভিন্ন দায়িত্বরত (পরিচালক ছাড়া) সকলের মাসিক হাদিয়া বা বেতন প্রদান, শিক্ষা-দীক্ষা সংক্রান্ত যাবতীয় খরচাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা হয়, এ ফান্ডে বার্ষিক লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। এ ফান্ডে মুসলিম ভাই-বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয়, দাতার মাল গ্রহণের পূর্বে তার সার্বিক বিষয় যাচাই করা হয়, সকল প্রকার ওয়াজিব সদকা যেমন যাকাত ফেতরা মান্নত ইত্যাদির টাকা সমূহ এই ফান্ডে গ্রহণ করা হয় না।

রহমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ এর সাধারণ ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।

পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ। মোবাইলঃ 01917443377