মূলত এ সদকায়ে জারিয়া প্রকল্পটি বহিরাগত ও প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক নামাজীদের জন্য বৃহত্তর জামে মসজিদের জন্য করা হয়েছে, এ ফান্ডের মোট বাজেট প্রায় ৬ কোটি টাকা। এ খাতে মুসলিম ভাই বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয়ে থাকে, অর্থ গ্রহণের পূর্বে দাতার সার্বিক বিষয় যাচাই-বাছাই করা হয়, যে কোন প্রকার ওয়াজিব সদকার দান যেমন যাকাত ফেতরা মান্নত ইত্যাদির টাকা এই ফান্ডে নেয়া হয় না, সম্পূর্ণ হালাল ও সাধারণ কাজে ব্যবহার করা যায় এমন অর্থই এ ফান্ডে নেয়া হয়ে থাকে।
মাদ্রাসায় স্থায়ীকরণের জায়গা প্রকল্পে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।
পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ। মোবাইলঃ 01917443377