Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৮ রমজান ১৪৪৪ হিজরি, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬:৪৫ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

কিতাব বিভাগের দরখাস্ত ফরম ও ভর্তির নিয়ম-নীতি

কিতাব বিভাগ

অত্র বিভাগটি দারুল উলুম দেওবন্দ প্রদত্ত দরসে নিজামীর অনুসরণে পরিচালিত হয়ে থাকে, এর পাশাপাশি একজন তালিবুল ইলম শুধু দ্বীনি শিক্ষা নয় বরং কিভাবে দীক্ষিত হতে পারে সে ব্যাপারে অত্র বিভাগটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷

জামাআতে দহম (ফার্সি) বিভাগের দরখাস্ত ফরম ও ভর্তির নিয়ম-নীতি

যে সমস্ত ত্বলাবাগন জামাআতে দহম (ফার্সি) বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে প্রথমত মাদ্রাসা থেকে বা নিচ থেকে দরখাস্ত ফরম (ভর্তির আবেদন ফরম) সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে, এরপর দফতরে তালিমাত এ ফরম সত্যায়ন করে ফরমে নাম্বার দিয়ে দিবে, ফরম সত্যায়ন হয়ে গেলে ত্বলাবাগনকে মাদ্রাসা কর্তৃক জারীকৃত নির্দেশনা মুতাবিক পরীক্ষা দিতে হবে, উত্তীর্ণ ত্বলাবাগনের নামের তালিকা দ্রুত মাদ্রাসা কর্তৃপক্ষ প্রকাশ করবে, এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে ভর্তি ফরম প্রদান করবেন, উক্ত ভর্তি ফরম পূরণ করে পুনরায় দফতরে তালিমাত থেকে সত্যায়ন করে এককালীন নগদ অর্থ জমা দিয়ে ভর্তি হতে হবে।

উল্লেখ্য যে, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জে জামাআতে ইয়াজদহম (উর্দু) ও জামাআতে দহম (ফার্সি) একই বছরে পড়ানো হয়, এবং এ জমাআত জামাআতে দহম (ফার্সি) নামে পরিচিত

জামাআতে দহম (ফার্সি) এর দরখাস্ত ফরম ডাউনলোড করুন

– – – – – – – – – –