Rahmania Madrasah Sirajganj

শুক্রবার পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই

এতদ্বারা দেশের সকল ধর্মপ্রান মুসলমানদের অবগত করা যাচ্ছে যে, আগামি ২৯ যিলহজ ১৪৪৩ হিঃ মুতাবিক ২৯ জুলাই ২০২২ ইং রোজ শুক্রবার মাগরিবের নামাযের পর চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় রহমানিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সিরাজগঞ্জ, বাংলাদেশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা ও পরবর্তী সিদ্ধান্ত সংক্রান্ত চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, উক্ত বৈঠকে কেন্দ্রীয় কমিটির সদস্যগণ অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক চাঁদ গবেষক ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের গবেষকদের তথ্য মতে উল্লেখ্য যে, ২৯ যিলহজ চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের স্থানীয় সময় সন্ধ্যা ০৭:০০ মিনিটে নতুন চাঁদ ৪০২৮৯০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করবে, তখন চাঁদের বয়স হবে ০ দিন ১৯ ঘন্টা ০৫ মিনিট ০১ সেকেন্ড, চাঁদের আয়োতন হবে ০.৬%, এবং সন্ধ্যা ০৭:৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ। তবে আন্তর্জাতিক আবহাওয়া গবেষক ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের আবহাওয়া গবেষকদের তথ্য মতে, ঐ দিন সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন্ন্ন্ন্ন থাকতে পারে। মূলত নতুন চাঁদ দেখার জন্য চাঁদের বয়স কমপক্ষে ২৫ ঘন্টা হওয়া জরুরী। অতএব উল্লেখিত তথ্যমতে, ২৯ জুলাই ২০২২ ইং রোজ শুক্রবার বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

২৯ যিলহজ ১৪৪৩ হিঃ রোজ শুক্রবার চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের সকল প্রতিনিধিগণ সারা দেশে নতুন চাঁদ দেখার ইহতেমাম করবেন, আমরাও সুন্নতের নিয়তে নতুন চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেশের কোথাও চাঁদ দেখা গেলে চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের অফিসিয়াল নাম্বার ০১৪০০-৬৭৭২৩৩ এ জানিয়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, জাযাকুমুল্লাহ।

পড়েছেনঃ 352 জন