নাম: মুহাম্মাদ তাকী
পিতা:কালজয়ী তাফসীর গ্রন্থ “তাফসীরে মাআরিফুল কুরআন” এর রচয়িতা আল্লামা মুফতী শফী(রহঃ)
জম্ম: ৩ই অক্টোবর ১৯৪৩,৫ই শাওয়াল ১৩৬২ হিজরী
জম্মস্হান: ভারতের দেওবন্দ
জাতীয়তা: ১৯৪৭ সালে খন্ড ভারত হওয়ার পর ১৯৪৮ সালের ১লা মে স্ব-পরিবারে পাকিস্তান হিজরত করে সেখানের বাসিন্দা হিসেবে জাতীয়তা লাভ করেন।
মাজহাব: হানাফী
বংশ: সায়্যিদুনা হজরত উসমান(রাঃ) এর বংশধর।
শিক্ষাজীবন
******************
পরিবারে মায়ের কাছেই তার লেখাপড়ার হাতেখড়ি হয়।মায়ের কাছেই তিনি উর্দু এবং ফার্সীর প্রাথমিক কিতাবাদী পড়েন।
*১৯৫৩ সালে দারুল উলুম করাচীতে ভর্তি হয়ে প্রাতিষ্ঠানিক লেখা পড়া শুরু করেন।
*১৯৫৯ সালে এই প্রতিষ্ঠান থেকেই দরসে নেযামীর সর্বোচ্চ স্তর দাওরা হাদীসে ইতিহাসের সর্বোচ্চ নাম্বার পেয়ে কেন্দ্রীয় পরিক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বকালের শ্রেষ্ঠ তালেবে ইলম হিসেবে বিবেচিত হন।
পরবর্তীতে তার পিতার তত্বাবধানে ইসলামী আইনের উপর সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন।
*১৯৬১ সালে দারুল উলুম করাচী থেকেই ইসলামী ফিক্বহের উপর পি.এইচ.ডি সম্পন্ন করেন।
*১৯৬৪ সালে করাচী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাজনীতি বিজ্ঞানে বি.কম সম্পন্ন করেন।
*১৯৭০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি পাশ করেন।
* এ ছাড়াও তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবী ভাষা ও সাহিত্যে এম.এ ডিগ্রী লাভ করেন।
* এ ছাড়াও তিনি হজরত ইদরীস কান্ধলভী,মুফতী শফী উসমানী,হজরত শায়খ হাসান মাশাত,হজরত ইউসুফ লুধিয়ানভী,শায়খুল হাদীস আল্লামা জাকারিয়া (রাহিমাহুমুল্লাহু) প্রমুখ হতে হাদীসেরর ইজাযত লাভ করেন।
কর্মজীবন
*****************
*১৯৫৯ সালে দাওরা শেষ করার পর থেকেই দারুল উলুম করাচীতে অত্যান্ত সুনামের সহিত দরস দিয়ে আসছেন।
*১৯৮২ হতে ২০০২ পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়া এ্যাপ্লাইট বেঞ্চের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
লক্ষনীয় খেদমত
************************
১))তাফসীরে তাওযীহুল কোরআন
২))হাদীসেরর বিখ্যাত কিতাব মুসলিম শরীফের শরাহ(ব্যাখ্যা গ্রন্থ) তাকমিলায়ে ফাতহুল মুলহিম।
৩))তিরমিযী শরীফের শরাহ দরসে তিরমিযী
৪)) পাকিস্তানে “মিজান ব্যাংক” প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেন।
৫))পাকিস্তানে সর্বপ্রথম ইসলামী আদালত প্রতিষ্ঠা করে তার প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
৬))ও.আই.সি এর ফিক্বহ একাডেমির চেয়ারম্যান
৭))রাবেতায়ে আলমে ইসলামী আজীবন সদস্য।
৮))আন্তর্জাতিক ইসলামিক ইকোনোমিক্স & ব্যাংকিং বোর্ডের চেয়ারম্যান।
৯))সাবেক পাক প্রেসিডেন্ট জিয়াউল হক এবং বর্তমানে কাতার,দুবাই,বাহরাইন,সৌদিআরব সহ বিভিন্ন সরকারের প্রধান উপদেষ্টা।
১০))আফ্রিকান ইউনিয়ন হালাল ফুড শরীয়া বোর্ডের চেয়ারম্যান।
১১))প্রতি সপ্তাহে রবিবার তিনি দারুল উলুম করাচীতে ইসলাহ তথা আত্মশুদ্ধি সম্পর্কে বয়ান করেন।
১২))তিনি বর্তমানে দারুল উলুম করাচীতে সহীহ বুখারী,ফিক্বহ,ও ইসলামী অর্থনীতির উপর দরস প্রদান করেন।
১৩))১৯৭০ সালে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এর আমলে পাকিস্তান ন্যাশনাল এ্যাসেম্বেলী কর্তৃক কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা করার ক্ষেত্রে আলেম ও আইনজীবি হিসেবে অগ্রণী ভুমিকা পালন করেন।
১৪))তিনি বিচারপতি থাকাকালীন আদালতে রায় দিয়ে পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে সুদ নিষিদ্ধ করেন।
১৫))আফ্রিকাতে তিনি আইনী লড়াই করে কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষনা করান।
১৬))জেনারেল জিয়াউল হকের শাসনামলে হদ,ক্বিসাস,ও দিয়াত সম্পর্কিত আইন প্রনয়ন করেন।
১৭))১৯৬৭ সাল থেকে উর্দু মাসিক পত্রিকা আল বালাগ ও ১৯৯০ থেকে ইংরেজী মাসিক পত্রিকা আল বালাগ ইন্টারন্যাশনাল এর প্রধান সম্পাদক পদে আছেন।
১৮))তিনি ব্যাংকিং ও ইসলামী অর্থনীতি সম্পর্কে বিভিন্ন মাসিক সাময়িকীতে বহু প্রবন্ধ লিখেছেন।
১৯))তিনি পৃথিবীর প্রায় সবকটি দেশ ও জনপদ সফর করেছেন।
২০))আন্তর্জাতিক ইসলামীক কনফারেন্স সমূহে তিনি আকর্ষনীয় বক্তা।
বর্তমান
*********************
১))শায়খুল হাদীস ও নায়েবে মুহতামিম দারুল উলুম করাচী।
২))চেয়ারম্যান,আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড শরীয়াহ কাউন্সিল,ইসলামিক অর্থনৈতিক একাউন্টিং ও পরিদর্শন সংস্থা,বাহরাইন।
৩))স্হায়ী সদস্য ও.আই.সি.
৪))চেয়ারম্যান সেন্টার ফর ইসলামিক ইকোনোমিক্স পাকিস্তান।
৫)) তিনি আরবী,উর্দু,এবং ইংরেজী ভাষায় দুইশতাধিক কিতাব লিখেছেন।( যা বর্তমানে প্রায় বাংলায় অনুদিত হয়েছে)
তার লিখিত কিতাবাদী (আংশিক)
**************************************
1))تفسیر توضیح القرآن
2))تکملہ فتح الملہم
3))درس ترمذی
4))اسلام اور سیاسی نظریہ
5))جہاں دیدہ
6))دنیا میرے آگے
7))سفر در سفر
8))اصول الافتاء وادابہ
9))آسان نیکیاں
10))اصلاحی خطوبات
11))اسلام اور جدید معیشت وتجارت
12))انعام الباری
13))احکام اعتکاف
14))اصلاحی مجالس
15))اکابر دیوبند کیا ہے
ইংরেজী গ্রন্হাবলী
************************
1)) The Aauthority of sunnah
2))The Rules if I’tikaf
3))What is Christianity
4))Easy Good deeds
5))perform salaah correctly
6))The language of the Friday khtbah
7))Discourse on the Islamic way of life
قاسمی کا فرمان،
اگر کوئ ہم سے سوال کردے کہ،علاماء دیوبند کیا ہی؟
جواب قاسمی،
“علاماء دیوبند جسٹس علامہ مفتی تقی عثمانی ہے”
আল্লাহ তাআলা হজরতের হায়াত দারাজ করুন এবং সমস্ত বিপদ-আপদ থেকে হিফাজত করুন
পড়েছেনঃ 1,076 জন