আরবী তারিখঃ এখন ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সময় ভোর ৫:০৬ মিনিট
এলানঃ-
১. আগামী ২৭ অক্টোবর রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক সুন্নতী ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

শরিয়তের আলোকে বিজ্ঞ ডাক্তারের পরিচয় –মাওলানা শাব্বীর আহমদ দা. বা.

نحمده و نصلي علي رسوله الكريم اما بعد

জীবনের প্রতিটি মূহুর্তে আমরা শরিয়তের অধিনস্ত, আল্লাহ আমাদের উপর রমাযানের ৩০ টি রোজা ফরজ করেছেন৷ অপারোগ অবস্থায় রোজা ভঙ্গকরা না করা , মাসাহ করা না করা প্রভূত ইসলামের বিধানাবলী নির্ভর করে একজন “বিজ্ঞ ডাক্তারের” মতামতের উপর । পরিভাষায় যাকে طبيب حاذق ( Identity of a Proficient Muslim Doctor) বলা হয়েছে । নিচে তবিবে হাযেকের শর্ত ও গুনাবালি উল্যেখ করা হল –
১. রোগ, রোগের কারন ও রুগির প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে অভিজ্ঞতা থাকা।

২.রুগির সক্ষমতার বিষয় বিবেচনায় রেখে ওষুধ ব্যাতিত রুগির খাদ্যভ্যাস পরিবর্তন এবং নিয়ন্ত্রিত জিবনযাপোনের মাধ্যমে চিকিৎসা করার যোগ্যতা রাখা ।

৩. রুগির মেজাজ-স্বভাব এবং এগুলোর পরিবর্তনে সৃষ্ট নতুন অবস্থা ইত্যাদি বোঝা এবং সেই অনুপাতে চিকিৎসা করার যোগ্যতা রাখা ।

৪. রুগির বয়স , অভ্যাস, দেশ, জন্মস্থান, ইত্যাতি সম্পর্কে অবগত থাকা এবং এগুলোর বিভিন্ন পরিবর্তনে চিকিৎসা পদ্ধতি ও ওষুধ ইত্যাদির পরিবর্তনের জ্ঞ্যান থাকা ।

৫. রোগ সৃষ্টিকালিন তৈরি হয়া আবহাওয়া ও এর প্রভাব সম্পর্কে অবগত থাকা ।

৬. রোগের বিপরিতমুখি ওষুধ, ওষুধের ক্রিয়া, পর্যায়, স্তর ও রোগির শক্তি সামঞ্জস্য সম্পর্কে অভিজ্ঞতা থাকা ।

৭. ওষুধের প্বার্শ্বপ্রতিক্রিয়া এবং দুধরনের ওষুধ সম্পর্কে পার্থক্য জ্ঞান থাকা ।

৮. সহজ থেকে সহজ চিকিৎসা পদ্ধতি জানা ।

৯. রোগির চিকৎসা অসম্ভব জানা সত্বেও চিকিৎসার মনমানসিকতা না থাকা ।

১০. রোগপ্রতিরোধের জ্ঞান থাকা ।

১১. অন্তরের ব্যাধি সম্পর্কে জ্ঞান থাকা ।

১২. রোগির সাথে মুহাব্বত, শফকত ও স্নেহের আচারনের যোগ্যতা থাকা এবং রুগিকে সর্বদা হতাশার বদলে উৎসাহ ও সান্তনা দেওয়ায় অভ্যাস্ত হওয় ।

১৩. বর্তমান সাস্থ ঠিক রাখা এবং হারানো সাস্থ পুনুরদ্ধার এর জ্ঞান ও চেষ্টা থাকা ।

১৪. রোগের কারন সমূহ নির্মূল; প্রতিরোধ ও সাধ্যমত কমানোর জ্ঞান রাখা ।

১৫. বড় ও ছোট কষ্ট এবং বড় ও ছোট উপকার কোনটি তা নির্নয়ের জ্ঞান থাকা ।

যেই ডাক্তারে উপরোক্ত শর্তাবলি পাওয়া যাবে বস্তুত সেই শরয়ি (طبيب حاذق) বিজ্ঞ ডাক্তার বা Identity of a Proficient Muslim Doctor হিসেবে গন্য হবে ।

সূত্র:
√ Islam and modern medical treatment 101-103

√ আততিব্বুন নাববি, পৃ. ১৪১-১৬১

√ যাদুল মা’আদ, খ. ৪ , পৃ.১১১-১১৩

Loading