দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল শনিবার (২৭ মার্চ) সারাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বিষয়টি কিছুক্ষণ পূর্বে হাটহাজারী মাদ্রাসা থেকে আমাদের প্রতিনিধি মাওলানা নুরুল্লাহ বিন আব্দুল বাতেন হেফাজতের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরীর সূত্রে নিশ্চিত করেন।
এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকারম মসজিদে মুসুল্লিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ছাত্রদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এ খবর ছড়িয়ে পড়লে সারাদেশ উত্তাল হয়ে পড়ে।