আল-জামিয়া আল-ইসলামিয়া (আল্লামা মুহাম্মদ মিয়া কাসেমী ইসলামিয়া মাদরাসা) রাজশাহীর সম্মানিত মুহতামিম আল্লামা ছলিম উদ্দিন কাসেমী সাহেব (রহ) ইন্তিকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ছিলেন রাজশাহীতে শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এর সর্বশেষ শাগরিদ। আল্লাহ তা’আলা হযরতকে জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন।আজ রাত এগারোটায় জানাযা।
জানাযার স্থলঃ তার অর্ধ শত বছরের কর্মস্থল রাজশাহী ইসলামিয়া মাদরাসা।
পড়েছেনঃ 915 জন