আরবী তারিখঃ এখন ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, সময় সকাল ৭:৪৩ মিনিট
এলানঃ-
১. আগামী ২৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক সুন্নতী ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে শুরতাহ বা পুলিশগনের বৈশিষ্ট্য, আর এ যুগের পুলিশ?

পুলিশী দায়িত্ব পালনে একদল লোক রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাষ্ট্রে বিদ্যমান ছিল। অপরাধ দমন, অপরাধীদের শাস্তি বিধান, বাজার পরিদর্শন,মূল্য নিয়ন্ত্রন, পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপের বিষয়টি নিয়ন্ত্রণ,প্রতারণা বিশৃঙ্খলারোধ সাধারণত এই বিভাগের দায়িত্ব ছিল। রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যারা এ দায়িত্বটি পালন করেছেন তাদের প্রায় সকলেই স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে এ দায়িত্ব পালন করেছেন। তবে যাদের আর্থিক অনটন ছিল বায়তুল মাল থেকে তাদের ব্যয়ভার বহন করা হত। হযরত কায়েস ইবনে সা’দ রা. ছিলেন এ বিভাগের প্রধান। অপরাধীদের শাস্তি দান ও মৃত্যুদন্ত কার্যকর করার দায়িত্বে ছিলেনঃ
1.হযরত আলী রাঃ
2.হযরত যুবায়ের রাঃ
3.হযরত মিকদাদ রাঃ
4.হযরত মুহাম্মাদ ইবনে মাসলামা রাঃ
5.হযরত আসিম ইবনে সাবিত রাঃ
6.হযরত যাহহাক ইবনে সুফিয়ান রাঃ ।

Loading