Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৩ রমজান ১৪৪৪ হিজরি, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার দুপুর ১২:৩৫ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

যাত্রাবাড়ী মাদ্রাসার আগুন নিয়ন্ত্রণে, কোন আহত বা নিহতের ঘটনা ঘটেনি, পুড়েছে কিতাব ও ছাত্রদের সামানা

যাত্রাবাড়ী বড় মাদরাসার পশ্চিম পার্শ্বের বিল্ডিংয়ের ৩য় তলায় ( ইফতা ও তাফসিরের ছাত্রাবাসে) আগুন লেগেছে,

আগুনটি আনুমানিক সাহরির সময় লেগেছে তবে তা প্রকাশ পেয়েছে সকাল ৬.২৫ এর দিকে।

মাদরাসা বন্ধ হওয়ার পর থেকে বিল্ডিংটিতে প্রবেশের সকল প্রকার রাস্তা বন্ধ করা ছিলো। তাই সে খানে কোন ছাত্র ছিলো না, এবং রুমটির সামনের সকল জানালা বন্ধ ছিলো।
যার কারনে ধোঁয়া মাদরাসার ভিতরে আসতে পারেনি।

আগুনদেখে পাহারারত ছাত্ররা হৈচৈ শুরু করলে অন্য ছাত্ররা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায়, তারপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে শরিক হয়।

সে রুমে কেউ না থাকায় কি ভাবে লেগেছে তা কেউ বলতে পারছে না।

ছাত্রদের বেডিং সহ কিতাবাদি পুড়েছে।
তবে অন্য সাইটে লাগার আগেই নিয়ন্ত্রণে আনতে পারায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।

পড়েছেনঃ 189 জন