Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৮ রমজান ১৪৪৪ হিজরি, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬:০৩ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

তাহাজ্জুদের সময় হতে ইশরাক পর্যন্ত মামুলাত

তাহাজ্জুদের সময় থেকে ইশরাকের নামাজ আদায়সহ মামুলাতে রহমানিয়া মাদরাসা

  • সুবহে সাদিকের কমপক্ষে ৪৫ মিনিট পূর্বে মাদরাসার ঘন্টা বাজানো হয়, এসময় সকল বিভাগের সকল ত্বলাবা-আসাতিযাগন ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ ও মহান আল্লাহ তাআলার দরবারে রুনাজারিতে ব্যস্ত হয়ে থাকেন।
  • ফজরের আযানের সময় হলে মুআজ্জিন সাহেব সঠিক সময়ে সুন্নত তরিকায় আযান দেন, আজান শেষে দ্রুত ফজরের দুই রাকাত সুন্নত আদায় করে মাদরাসা কর্তৃক নির্দেশনা অনুযায়ী মাদরাসার সকল হালকাতে দায়িত্বপ্রাপ্ত আসাতিযাগনের নেগরানিতে বারো তাসবীহের যিকর শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ।
  • ফজরের নামাজের ১৫ মিনিট পূর্ব পর্যন্ত এই যিকর চলতে থাকে, যারা আযানের পর ফজরের নামাজের সুন্নত আদায় করতে পারেনি বা বাহিরাগত মুসল্লিগণ এ সময় সুন্নত আদায় করে নেন, যারা সুন্নত পূর্বে আদায় করেছেন তারা এসময় তিলাওয়াতে কালামে পাকে মশগুল থাকেন।
  • সঠিক সময়ে ফজরের নামাজ অনুষ্ঠিত হয়, ইমাম সাহেব তিওয়ালে মুফাসসাল এর ক্বিরাআতের মাধ্যমে ফজরের নামাজ আদায় করান, ফজরের নামাজের পর থেকে একটানা ইশরাকের নামাজ পর্যন্ত প্রথম ভাগে মাসনুন দাওয়াত এবং শেষ ভাগে বিভিন্ন সুন্নত সমূহের মশকে আমলি বা প্রাকটিক্যাল ট্রেনিং দায়িত্বপ্রাপ্ত আসাতিযাগনের নেগরানিতে অনুষ্ঠিত হয়।
  • ইমাম সাহেব ইশরাকের নামাজ পড়ার নির্দেশনা প্রদান করলে সকলের ইশরাকের নামাজ আদায় করেন এবং এরপর বিভাগভিত্তিক ছাত্ররা নিজ নিজ কাজে নিয়োজিত হয়ে যায়।

বিস্তারিত জানতে আমাদের “মামুলাতে মাদরাসা” কিতাবটি পড়ুন