আরবী তারিখঃ এখন ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি মুতাবিক, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, সময় রাত ৮:৪৮ মিনিট

এতিমখানা বা দারুল ইকামা প্রকল্প

মূলত এ সদকায়ে জারিয়া প্রকল্পটি তালিবুল ইলমদের সুষ্ঠু তালিম-তরবিয়তের লক্ষ্যে করা হয়েছে, এ ফান্ডের চলমান সাম্ভব্য বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। এ খাতে মুসলিম ভাই বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয়ে থাকে, অর্থ গ্রহণের পূর্বে দাতার সার্বিক বিষয় যাচাই-বাছাই করা হয়, যে কোন প্রকার ওয়াজিব সদকার দান যেমন যাকাত ফেতরা মান্নত ইত্যাদির টাকা এই ফান্ডে নেয়া হয় না, সম্পূর্ণ হালাল ও সাধারণ কাজে ব্যবহার করা যায় এমন অর্থই এ ফান্ডে নেয়া হয়ে থাকে।

বিস্তারিতঃ এটি রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ এর ত্বালিবুল ইলমগনের আবাসন বা দারুল ইকামার অত্যান্ত জরুরী চলমান একটি প্রকল্প। জরুরী ঘর না থাকায় শিক্ষা কার্যক্রম ও অত্র প্রতিষ্ঠান থেকে অন্যান্য জাতীয় পর্যায়ের পরিচালিত কার্যক্রম ব্যাহত হচ্ছে তাই স্থানীয় অভিজ্ঞদের পরামার্শে সাম্ভব্য একটি বাজেট নিচে দেয়া হলো। জাযাকুমুল্লাহ।

সার্বিক যোগাযোগঃ

পরিচালকঃ রহমানিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সিরাজগঞ্জ, রহমানিয়া মাদরাসা সড়ক, আবরার নগর (চকশিয়ালকোল), সিরাজগঞ্জ। মোবাইলঃ 01917443377