মাওলানা সাব্বির আহমদ ওসমানির ইন্তেকালে শোকবার্তা
মাওলানা সাব্বির আহমাদ ওসমানী রহ. এর ইন্তেকালে গভীর শোকবার্তা প্রকাশ করেছেন চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের মুহতারাম সদর/সভাপতি হযরত মাওলানা ইসমাইল সিরাজী দা. বা.।
হযরত দা. বা. এক শোকবার্তায় বলেনঃ মাওলানা সাব্বির আহমাদ ওসমানী রহ. চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের একজন নিষ্ঠাবান কর্মী ও সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বিশেষভাবে কাজ করে গেছেন, সিরাজগঞ্জ শহরে আসলে তিনি চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জে আসতেন।
সলঙ্গা, হাটিকুমরুল ও উল্লাপাড়া ওলামা পরিষদের মুরুব্বিদের সঙ্গে উল্লেখিত অঞ্চল সমূহে এহইয়ায় সুন্নতের কার্যক্রম সমূহ এগিয়ে নিতে তার অগ্রণী ভূমিকা ছিল। আজ সকালে মাসুমপুর হাজীবাড়ি মাদরাসায় একটি গুরুত্বপূর্ন মজলিস চলাকালিন সময় খবর পেয়েছি মোটরসাইকেল এক্সিেেডন্ট মুহতারাম মাওলানা সাব্বির আহমদ ওসমানী সাহেবের ইন্তেকাল হয়েছে।
আল্লাহ তায়ালা মুহতারাম মাওলানা সাব্বির আহমদ ওসমানী সাহেবের সকল ভুল ত্রুটি মাফ করুন এবং জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। পরিবার ও আত্মীয়-স্বজন সকলকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন।
চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর সকল প্রতিনিধি, মজলিসের সূরা, মজলিসে আমেলাসহ প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি। যারাই ইন্তেকালের খবর পবেন, মেহেরবানী করে একবার সুরায়ে ফাতিহা ও তিনবার সুরায়ে ইখলাস পরে মুহতারামের রুহে ইসাল করবেন ইনশাআল্লাহ।
সভাপতির পক্ষে
মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ
নাযিমে ইশাআত (প্রচার সম্পাদক)
চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ