মসজিদে প্রবেশ ও মসজিদ থেকে বের হওয়ার সুন্নত সমূহ

মসজিদে প্রবেশের সুন্নত ৫ টি

১. প্রথমে ডান পা মসজিদে রাখা। দেখুনঃ আলমাদখালঃ ১/৪০
২. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ পড়া। দেখুনঃ যাদুল মাআদঃ ২/৩৭০
৩. দরুদ শরীফ পড়া। দেখুনঃ যাদুল মাআদঃ ২/৩৭০
৪. اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ দুআটি পড়া। দেখুনঃ আলমাদখালঃ ১/৪০
৫. ই’তিকাফের নিয়ত করা, نَوَيْتُ سُنَّةَ الْاِعْتِكَافِ لِلّٰهِ تَعَالٰى مَا دُمْتُ فِيْ هٰذَا الْمَسْجِدِ । দেখুনঃ আলমাদখালঃ ১/৪০
এই দুঅগুলোকে একত্রে এই ভাবে পড়া যায়ঃ
بِسْمِ اللّٰهِ وَ الصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ ، نَوَيْتُ سُنَّةَ الْاِعْتِكَافِ لِلّٰهِ تَعَالٰى مَا دُمْتُ فِيْ هٰذَا الْمَسْجِدِ

মসজিদ থেকে বাহির হওয়ার সুন্নত ৫ টি

১. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ পড়া। দেখুনঃ আলমাদখালঃ ১/৪৬
২. দরুদ শরীফ পড়া। দেখুনঃ আলমাদখালঃ ১/৪৬
৩. اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ দুআটি পড়া। দেখুনঃ যাদুল মাআদঃ ২/৩৭০
৪. বাম পা দিয়ে বাহির হওয়া। দেখুনঃ আলমাদখালঃ ১/৪৬
৫. ডান পায়ে আগে জুতা পরিধান করা, তারপর বাম পায়ে পরিধান করা। দেখুনঃ আলমাদখালঃ ১/৪৬
এই দুঅগুলোকে একত্রে এই ভাবে পড়া যায়ঃ بِسْمِ اللّٰهِ وَ الصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ

Loading