نحمدہ و نصلي علي رسوله الکریم اما بعد
মসজিদ আল্লাহ তা’আলার ঘর, হাদিসে মসজিদকে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় স্থান বলা হয়েছে৷ আর বাজারকে বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট স্থান৷ তাই মসজিদের সুন্নতগুলো আমলে আনলে খুব সম্ভব অন্যান্য সুন্নতগুলো আমলে চলে আসবে ইনশাআল্লাহ৷
মসজিদে প্রবেশের সুন্নাতসমূহ
১. বিসমিল্লাহ পড়া।
২. দরূদ শরীফ পড়া
৩. দু‘আ পড়া :
এই তিনটিকে একত্রে এইভাবে পড়া যায়-
بِسْمِ اللّٰهِ وَالصَّلٰوةُ وَالسَّلَاْمُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ اَللّٰهُمَّ افْتَحْ لِىْ اَبْوَاْبَ رَحْمَتِكَ
৪. ডান পায়ে প্রবেশ করা।
৫. মসজিদে প্রবেশ করে ই‘তিকাফের নিয়ত করা।
বি.দ্র. মসজিদে প্রবেশের সময় প্রথমে বাম পায়ের জুতা খুলে জুতার উপর বাম পায়ে দাঁড়াবে অতঃপর ডান পায়ের জুতা খুলে দু‘আসমূহ পড়ে তারপর প্রথমে ডান পা মসজিদের ভিতরে রাখবে।
মসজিদ থেকে বের হওয়ার সুন্নাতসমূহ
১. বিসমিল্লাহ পড়া।
২. দরূদ শরীফ পড়া।
৩. দু‘আ পড়া :
এই তিনটিকে একত্রে এইভাবে পড়া যায় :
بِسْمِ اللّٰهِ وَالصَّلٰوةُ وَالسَّلَاْمُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ
এ দু‘আ গুলো বের হওয়ার পূর্বেই পড়বে।
৪. বাম পায়ে বের হওয়া।
৫. অতঃপর প্রথমে ডান পায়ে জুতা পরা। তারপর বাম পায়ে পরা।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমীন৷