আরবী তারিখঃ এখন ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, সময় রাত ৩:০৮ মিনিট
এলানঃ-
১৪৪৫-১৪৪৬ হিজরী, ২০২৪-২০২৫ খ্রিষ্টাব্দে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার দ্বিমাসিক সুন্নতী ইজতেমা সমূহ
* ২৫-২৬ এপ্রিল ২০২৪ খ্রি. বৃহস্পতিবার আসেরর পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত ২৪ ঘন্টা
* ২৭-২৮ জুন ২০২৪ খ্রি. বৃহস্পতিবার আসেরর পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত ২৪ ঘন্টা
* ২৯-৩০ আগষ্ট ২০২৪ খ্রি. বৃহস্পতিবার আসেরর পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত ২৪ ঘন্টা
* ২৪-২৫ অক্টোবর ২০২৪ খ্রি. বৃহস্পতিবার আসেরর পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত ২৪ ঘন্টা
* ২৬-২৭ ডিসেম্বর ২০২৪ খ্রি. বৃহস্পতিবার আসেরর পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত ২৪ ঘন্টা
* ২৭-২৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. বৃহস্পতিবার আসেরর পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত ২৪ ঘন্টা

মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর সদকায়ে জারিয়া ফান্ড

মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের সদকায়ে জারিয়ার গুরুত্বপূর্ণ সাধারণ ফান্ডে অংশগ্রহণ করে অশেষ সওয়াবের ভাগি হউন। এ ফান্ড এর অর্থ প্রতিষ্ঠানের প্রচার-প্রকাশনা, অনুদান, সুন্নতের লিফলেট তৈরিসহ বাৎসরিক ক্যালেন্ডার তৈরি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে খরচ করা হয়। এ ফান্ড এর (রবিউল আউয়াল ১৪৪২-সফর ১৪৪৩ হিঃ) বাৎসরিক বাজেট প্রায় ৩ লক্ষ টাকা। এ ফান্ডে মুসলিম ভাই-বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয়। গ্রহণের পূর্বে অবশ্যই দাতার সার্বিক বিষয় যাচাই-বাছাই করা হয়। সকল প্রকার ওয়াজিব সদকার মাল গ্রহণ থেকে বিরত থাকার চেষ্টা করা হয়।

এ ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।

পরিচালকঃ মজলিসে তানফিযুল কুরআন ওয়াস সুন্নাহ বাংলাদেশ। মোবাইলঃ 01917443377