মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের সদকায়ে জারিয়ার গুরুত্বপূর্ণ সাধারণ ফান্ডে অংশগ্রহণ করে অশেষ সওয়াবের ভাগি হউন। এ ফান্ড এর অর্থ প্রতিষ্ঠানের প্রচার-প্রকাশনা, অনুদান, সুন্নতের লিফলেট তৈরিসহ বাৎসরিক ক্যালেন্ডার তৈরি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে খরচ করা হয়। এ ফান্ড এর (রবিউল আউয়াল ১৪৪২-সফর ১৪৪৩ হিঃ) বাৎসরিক বাজেট প্রায় ৩ লক্ষ টাকা। এ ফান্ডে মুসলিম ভাই-বোনদের কষ্টার্জিত হালাল মাল গ্রহণ করা হয়। গ্রহণের পূর্বে অবশ্যই দাতার সার্বিক বিষয় যাচাই-বাছাই করা হয়। সকল প্রকার ওয়াজিব সদকার মাল গ্রহণ থেকে বিরত থাকার চেষ্টা করা হয়।
এ ফান্ডে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।
পরিচালকঃ মজলিসে তানফিযুল কুরআন ওয়াস সুন্নাহ বাংলাদেশ। মোবাইলঃ 01917443377