Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৩ রমজান ১৪৪৪ হিজরি, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার সকাল ১১:০৬ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

মঙ্গলবার পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে

এতদ্বারা দেশের সকল ধর্মপ্রান মুসলমানদের অবগত করা যাচ্ছে যে, আগামি ২৯ শাওয়াল ১৪৪৩ হিঃ মুতাবিক ৩১ মে ২০২২ ইং রোজ মঙ্গলবার মাগরিবের নামাযের পর চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের প্রধান কার্যালয় রহমানিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সিরাজগঞ্জ বাংলাদেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও পরবর্তী সিদ্ধান্ত সংক্রান্ত চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের মজলিসে আমেলার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, উক্ত বৈঠকে মজলিসে আমেলার সদস্যগণ অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক চাঁদ গবেষক ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের গবেষকদের তথ্য মতে উল্লেখ্য যে, ২৯ শাওয়াল চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের প্রধান কার্যালয়ের স্থানীয় সময় সন্ধ্যা ০৭:০০ মিনিটে নতুন চাঁদ ৪০৫৩১১ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করবে, তখন চাঁদের বয়স হবে ১ দিন ১ ঘন্টা ২৯ মিনিট ৪৩ সেকেন্ড, চাঁদের আয়োতন হবে ১.০%, এবং সন্ধ্যা ০৭:৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ। তবে আন্তর্জাতিক আবহাওয়া গবেষক ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের আবহাওয়া গবেষকদের তথ্য মতে, ঐ দিন সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন্ন্ন্ন্ন থাকতে পারে। মূলত নতুন চাঁদ দেখার জন্য চাঁদের বয়স কমপক্ষে ২২ ঘন্টা হওয়া জরুরী। অতএব উল্লেখিত তথ্যমতে, ৩১ মে ২০২২ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র যিলক্বদ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২৯ শাওয়াল ১৪৪৩ হিঃ রোজ মঙ্গলবার চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের সকল প্রতিনিধিগণ সারা দেশে নতুন চাঁদ দেখার ইহতেমাম করবেন, আমরাও সুন্নতের নিয়তে নতুন চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেশের কোথাও চাঁদ দেখা গেলে চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের অফিসিয়াল নাম্বার ০১৪০০-৬৭৭২৩৩ এ জানিয়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, জাযাকুমুল্লাহ।

পড়েছেনঃ 332 জন