বয়স্কদের কুরআন শরীফ শিক্ষা শুদ্ধকরন বিভাগ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন, এজন্য শুধু কুরআনের ব্যাপারে জানলে হবেনা, বরং কুরআন শুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের আশেপাশে অনেক দ্বীনি ভাই আছেন যারা খুবই চান তাদের কুরআন শুদ্ধ হোক, নচেৎ আল্লাহ তাআলার কাছে তার নামায কবুল হচ্ছেনা তিলাওয়াত অশুদ্ধ হওয়ার কারণে, এই সমস্ত দ্বীন দরদী ভাইদের জন্য যারা কুরআন শুদ্ধকরনে আগ্রহী, অত্র বিভাগ শুরু লগ্ন থেকেই সকাল ও বিকালে এক ঘণ্টা করে কুরআন শুদ্ধ করনের এই কার্যক্রম পরিচালনা করে আসছে, সাথে সাথে সার্বিক জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত বাস্তবায়ন হয়ে যায় এব্যাপারেও অত্র বিভাগে প্রশিক্ষণ প্রদান করা হয়, মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হরদুঈ রহঃ এর বিশিষ্ট খলিফা, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা ঢাকার প্রতিষ্ঠাতা ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহঃ এর অনুকরণ ও শাহ আবরারুল হক হারদুঈ রহঃ এর বিশিষ্ট খলিফা শাহ মুফতি সুহাইল দাঃ বাঃ এর অনুসরণে কুরআন শুদ্ধ করণ ও সুন্নতের এই প্রশিক্ষণ প্রদান করা হয়৷
ভর্তি হতে নিচ থেকে ভর্তি ফরম ডাউনলেড করুন, ফরম পূরণ করে স্বশরীরে মাদরাসায় এসে বাকি কাজ সম্পন্ন করুন।