আরবী তারিখঃ এখন ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি মুতাবিক, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, সময় রাত ১০:৩৩ মিনিট

বিশেষ তিনটি গুরুত্বপূর্ণ সুন্নত

বিশেষ ৩টি সুন্নত

হযরাত উলামায়ে কিরামগন নিজ নিজ অভিজ্ঞতার আলোকে এই কথা বলেন যে, বিশেষ ৩টি সুন্নত রয়েছে, যেগুলোর উপর যথাযথ ভাবে আমল করিয়া চলিতে পারিলে অন্যন্য সকল সুন্নতের উপর আমাল করা অতি সহজ হয়ে যায়।
সুন্নত ৩টি হলোঃ
১. সহিহ-শুদ্ধ ভাবে বেশি বেশি সালামের প্রচার-প্রসার করা, বিশেষভাবে হামজার যবরকে তাহকিকের সাথে পড়া ও মিমের পেশকে পরিস্কার করে মারুফ করে পড়া। দেখুনঃ মুসলিম শরীফঃ ৫৪, তিরমিযী শরীফঃ ২৬৯৯, মেশকাত শরীফঃ ২/৪০০, ফাতাওয়ায়ে আলমগীরীঃ ৫/৩২৬
২. প্রত্যেক ভাল কাজ ও ভালস্থানে ডানকে প্রাধান্য দেয়া, প্রত্যেক নিম্নমানের কাজ ও নিম্নমানের স্থানে বামকে প্রাধান্য দেয়া।
দেখুনঃ বুখারী শরীফঃ ১৬৮, মুসলিম শরীফঃ ২০৯৭, মুসনাদে আহমাদঃ ২৫০৪৩, মুস্তাদরাকঃ ৭৯১
৩. বেশি বেশি যিকর করা। উপরে উঠতে اَللّٰهُ اَكْبَرُ পড়া, নিচে নামতে سُبْحَانَ اللّٰهِ পড়া, সমতল ভূমিতে চলতে لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ বা অন্য কোন মাসনুন দুআ পড়তে থাকা। দেখুনঃ সুরা আহযাবঃ ৪১, মুস্তাদরাকঃ ১৮৩৯, মিশকাত শরীফঃ ১/১৯০, বুখারী শরীফঃ ২৯৯৩, তিরমিযী শরীফঃ ৩৩৮৩

Loading