ভবিষ্যতে উপরোক্ত বিভাগসমূহ ছাড়া কিতাব বিভাগকে হাফতম (হেদায়াতুন্নাহু) থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত উপনীত, এবং সাথে সাথে চলমান অস্থায়ী অনলাইন ফতওয়া কেন্দ্রের সাথে সাথে স্থায়ী ফতওয়া বিভাগ রাখা হবে ইনশাআল্লাহ, ফতওয়া বিভাগটি মানব জীবনের দৈনন্দিন সমস্যাগুলির কুরআন ও সুন্নাহ ভিত্তিক সমাধান ও সর্বজনগ্রাহ্য মত প্রদানের কাজ আঞ্জাম দানে সর্বক্ষণ নিয়োজিত আছে৷ দেশ বিদেশ থেকে প্রেরিত সকল প্রকার সমস্যার লিখিত ও মৌখিক সমাধান এই বিভাগ থেকে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ৷
বিঃ দ্রঃ মাদরাসার স্থায়ী জায়গা না হওয়া পর্যন্ত বয়স্ক মক্তব বিভাগ ছাড়া অন্যান্য বিভাগ সমূহ পরিচালনা সাময়ীক স্থগিত রয়েছে।