
নরেন্দ্র মোদির সফরবিরোধী কর্মসূচি ও হরতালে সারাদেশে হেফাজত কর্মীদের পুলিশি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশ করছে সংগঠনটির নেতার্মীরা।
শুক্রবার জুমার নামাজ শেষে ১টা ৪০ মিনিটের দিকে মসজিদের উত্তর পাশের গেটে সীমানার ভেতরে সিঁড়িতে অবস্থান নেয় তারা। সমাবেশে ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে হেফাজতে ইসলামের ব্যানারে হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি চলছে, বন্ধ রয়েছে চট্টগ্রাম মহাসড়ক, সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পড়েছেনঃ 359 জন