আরবী তারিখঃ এখন ৯ জিলকদ ১৪৪৪ হিজরি মুতাবিক ৩০ মে ২০২৩ খ্রিস্টাব্দ, সময় সকাল ১১:০৭ মিনিট
এলানঃ-
আগামী ২৩ জুন রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে আসরের নামাজের পর থেকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি স্ববান্ধবে আমন্ত্রিত। সুন্নত মতো জিন্দেগী, এটাই খোদার বন্দেগী।

বসুন্ধরা মারকাযের দারওয়ান জনাব হারুন রহ. ইন্তেকাল করেছেন

ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকার অতন্দ্রপ্রহরী, দারওয়ান জনাব হারুন সাহেব রহ. গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি যতদিন এ দায়িত্ব পালন করেছেন ততদিন প্রতিষ্ঠানের নিয়ম কানুন এর প্রতি আন্তরিক ছিলেন, এজন্য মাদ্রাসার নিয়ম-নীতি পালনকারী সকল ছাত্র-উস্তাদের তাকে খুবই ভালোবাসতেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাকাম দান করুন, আমিন। খবরটি ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এর সাবেক ছাত্র মাওলানা আবু ইউসুফ সিরাজী থেকে নিশ্চিত হওয়া গেছে ‌‌।

Loading