ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকার অতন্দ্রপ্রহরী, দারওয়ান জনাব হারুন সাহেব রহ. গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি যতদিন এ দায়িত্ব পালন করেছেন ততদিন প্রতিষ্ঠানের নিয়ম কানুন এর প্রতি আন্তরিক ছিলেন, এজন্য মাদ্রাসার নিয়ম-নীতি পালনকারী সকল ছাত্র-উস্তাদের তাকে খুবই ভালোবাসতেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাকাম দান করুন, আমিন। খবরটি ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এর সাবেক ছাত্র মাওলানা আবু ইউসুফ সিরাজী থেকে নিশ্চিত হওয়া গেছে ।