হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচি পালন করার জন্য ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এর শিক্ষার্থীরা মাঠে নামলে, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও প্রবীণ ওস্তাদ, মারকাযের মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি সুহাইল দামাত বারাকাতুহুম ছাত্রদের সার্বিক নিরাপত্তা বাস্তবায়ন ও মাদ্রাসায় ফিরিয়ে আনার জন্য মারকাযের বেশ কয়েকজন ওস্তাদ কে সঙ্গে নিয়ে মারকাজ থেকে বের হন, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা ও বসুন্ধরা আবাসিক প্রকল্পের আশেপাশে যেখানেই ছাত্ররা অবস্থান করছিল সকলকে বুঝিয়ে মাদ্রাসার ভেতরে নিয়ে আসেন, উল্লেখ্য যে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকা বা মুফতি সুহাইল দামাত বারাকাতুহুম এর পক্ষ থেকে কোন প্রকার মিছিল মিটিং অনুষ্ঠিত হয়নি। যে সমস্ত ভাইয়েরা হযরত দামাত বারাকাতুহুম এর নামে বিভ্রান্তিকর সংবাদ বা গুজব ছড়িয়েছেন তাদেরকে একটু খবর প্রত্যাহার করে নিয়ে সঠিক খবর উপস্থাপন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পড়েছেনঃ 472 জন